পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Khel Ratna Rename : মোদি ও জেটলি স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হোক, টুইটারে উঠল দাবি

2020 সালের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম, যা পৃথিবীর বৃহত্তম, তার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম করা হয় ৷ কারণ এক সময় গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি ৷ 2019 সালের সেপ্টেম্বরে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামানুসারে করা হয় অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম ৷

rajiv gandhi khel ratna award
rajiv gandhi khel ratna award

By

Published : Aug 7, 2021, 9:53 AM IST

নয়াদিল্লি, 7 অগস্ট : শুক্রবার দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের নাম পরিবর্তন করেছে কেন্দ্র সরকার ৷ রাজীব গান্ধি খেল রত্ন থেকে নতুন নামকরণ করা হয়েছে কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের নামে ৷ যা টুইটার দুনিয়া ও বিরোধীরাও স্বাগত জানিয়েছে ৷ কিন্তু একইসঙ্গে দাবি উঠছে অরুণ জেটলি ও সম্প্রতি তৈরি হওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পরিবর্তন করার ৷ এবং এই স্টেডিয়ামগুলির নামকরণ দেশর ক্রীড়া ব্যক্তিত্বদের নামে করার ৷

2020 সালের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম, যা পৃথিবীর বৃহত্তম, তার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম করা হয় ৷ কারণ এক সময় গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি ৷ 2019 সালের সেপ্টেম্বরে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামানুসারে করা হয় অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম ৷ অরুণ জেটলিও 14 বছর দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ৷

বিরোধী দল জাতীয় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যওয়ালা হিন্দিতে টুইট করেন ৷ বলেন, এখন যখন সরকার শুরু করেছে, তাহলে দেশের বাকি স্টেডিয়ামগুলি, নরেন্দ্র মোদি ও অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের নামকরণও দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের নামানুসারে করা হোক ৷

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিং বাঘেল বলেন, ‘‘ যেহতু নরেন্দ্র মোদি সরকার রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন করা হল ৷ তাই আমি ওনাদের কাছে অনুরোধ করব নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পুনরায় সর্দার প্যাটেল স্টেডিয়াম করা হোক ৷

ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এই নাম পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন ৷ টুইট করে তিনি বলেন, ‘‘ এই পদক্ষেপকে সমর্থন করি ৷ এক ক্রীড়া ব্যক্তিত্ব পরিচিতি পায় যদি কোনও পুরস্কার তাঁর নামে হয় ৷ আশা করি ক্রীড়া ক্ষেত্রে এইরকম ঘটনা আরও দেখব ৷ আশা করি ভবিষ্যতে ক্রিকেট স্টেডিয়ামের নামকরণও ক্রীড়া ব্যক্তিত্বদের নামানুসারে হবে ৷’’

আরও পড়ুন : Tokyo Olympics : অলিম্পিকসেও ভারত বনাম পাকিস্তান, নীরজকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নাদিম

তবে পরবর্তী পরিস্থিতি যাই হোক ৷ কেন্দ্রের এই পদক্ষেক মোটেই ভাল চোখে দেখছে না জাতীয় কংগ্রেস ৷ তাঁরা চাইছেন যখন শুরুই হয়েছে, তাহলে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হোক ৷

ABOUT THE AUTHOR

...view details