নয়াদিল্লি, 7 অগস্ট : শুক্রবার দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের নাম পরিবর্তন করেছে কেন্দ্র সরকার ৷ রাজীব গান্ধি খেল রত্ন থেকে নতুন নামকরণ করা হয়েছে কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের নামে ৷ যা টুইটার দুনিয়া ও বিরোধীরাও স্বাগত জানিয়েছে ৷ কিন্তু একইসঙ্গে দাবি উঠছে অরুণ জেটলি ও সম্প্রতি তৈরি হওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পরিবর্তন করার ৷ এবং এই স্টেডিয়ামগুলির নামকরণ দেশর ক্রীড়া ব্যক্তিত্বদের নামে করার ৷
2020 সালের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম, যা পৃথিবীর বৃহত্তম, তার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম করা হয় ৷ কারণ এক সময় গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি ৷ 2019 সালের সেপ্টেম্বরে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামানুসারে করা হয় অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম ৷ অরুণ জেটলিও 14 বছর দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ৷
বিরোধী দল জাতীয় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যওয়ালা হিন্দিতে টুইট করেন ৷ বলেন, এখন যখন সরকার শুরু করেছে, তাহলে দেশের বাকি স্টেডিয়ামগুলি, নরেন্দ্র মোদি ও অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের নামকরণও দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের নামানুসারে করা হোক ৷