মুম্বই, 31 মার্চ : প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধের হারটা কেকেআরকে হারিয়ে শোধ নিল আরসিবি ৷ স্কোরটা ছিল এরকম, কেকেআর 128 ৷ আরসিবি 132-7 (Royal Challengers Bangalore Won By 3 wkts) ৷ তিন উইকেটে ম্যাচের সেরা হাসারাঙ্গা ৷ দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স । প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার চেন্নাইকে হেলায় উড়িয়ে দেওয়ার পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পরাজিত নাইটরা । ফাফ ডুপ্লেসির আরসিবির বিরুদ্ধে তিন উইকেটে হার শ্রেয়াস আইয়ারদের ।
খারাপ ব্যাটিং, অনুশাসনের অভাব এবং প্রতিপক্ষ শিবিরের বঙ্গ ক্রিকেটার দ্বয়ের দাপটের সামনে ফিকে পড়ল কেকেআর । মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নাইটরা ব্যর্থতার সামনে পড়ে । নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে । নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ারকে ব্যক্তিগত 14 রানে ফেরান বঙ্গ পেসার আকাশ দীপ । এরপর থেকেই একের পর এক কেকেআরের উইকেট পড়তে থাকে । একটা সময় 46 রানে চার উইকেট পড়ে যায় তাঁদের । সুনীল নারিন (12) এবং স্যাম বিলিংস (14) বিপর্যয় সামলানোর চেষ্টা করেছিলেন । কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি । শেলডন জ্যাকসন শূন্য রানে ফিরে যান । নাইট ব্যাটারদের মধ্যে আন্দ্রে রাসেল জ্বলে উঠেছিলেন । তাঁর 18 বলে 25 রান এবং উমেশ যাদব (18), বরুণ চক্রবর্তীর (10) কার্যকরী ইনিংস কলকাতাকে সম্মানজনক জায়গায় নিয়ে এসে দেয় । 128 রানের নাইট ইনিংস শেষ হয় 18.5 ওভারে ।