পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : হাসারাঙ্গা, আকাশদীপ-দের দাপটে রুদ্ধশ্বাস ম্যাচে হার নাইটদের - দ্বিতীয় ম্য়াচেই মুখ থুবড়ে পড়ল কেকেআর শিবির

চলতি মরসুমের দ্বিতীয় ম্য়াচেই মুখ থুবড়ে পড়ল কেকেআর শিবির (Royal Challengers Bangalore Won By 3 wkts) ৷ ফাফ ডুপ্লেসির আরসিবির কাছে তিন উইকেটে হারতে হল শ্রেয়স আইয়ারের দলকে ৷ নাইটদের হারের এই কারণ টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থ হওয়া ৷ আকাশদীপ ও শাহবাজের বোলিং পারফর্মেন্সে খুশি আরসিবি ৷

IPL 2022
দ্বিতীয় ম্য়াচেই মুখ থুবড়ে পড়ল কেকেআর শিবির

By

Published : Mar 31, 2022, 8:59 AM IST

মুম্বই, 31 মার্চ : প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধের হারটা কেকেআরকে হারিয়ে শোধ নিল আরসিবি ৷ স্কোরটা ছিল এরকম, কেকেআর 128 ৷ আরসিবি 132-7 (Royal Challengers Bangalore Won By 3 wkts) ৷ তিন উইকেটে ম্যাচের সেরা হাসারাঙ্গা ৷ দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স । প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার চেন্নাইকে হেলায় উড়িয়ে দেওয়ার পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পরাজিত নাইটরা । ফাফ ডুপ্লেসির আরসিবির বিরুদ্ধে তিন উইকেটে হার শ্রেয়াস আইয়ারদের ।

খারাপ ব্যাটিং, অনুশাসনের অভাব এবং প্রতিপক্ষ শিবিরের বঙ্গ ক্রিকেটার দ্বয়ের দাপটের সামনে ফিকে পড়ল কেকেআর । মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নাইটরা ব্যর্থতার সামনে পড়ে । নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে । নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ারকে ব্যক্তিগত 14 রানে ফেরান বঙ্গ পেসার আকাশ দীপ । এরপর থেকেই একের পর এক কেকেআরের উইকেট পড়তে থাকে । একটা সময় 46 রানে চার উইকেট পড়ে যায় তাঁদের । সুনীল নারিন (12) এবং স্যাম বিলিংস (14) বিপর্যয় সামলানোর চেষ্টা করেছিলেন । কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি । শেলডন জ্যাকসন শূন্য রানে ফিরে যান । নাইট ব্যাটারদের মধ্যে আন্দ্রে রাসেল জ্বলে উঠেছিলেন । তাঁর 18 বলে 25 রান এবং উমেশ যাদব (18), বরুণ চক্রবর্তীর (10) কার্যকরী ইনিংস কলকাতাকে সম্মানজনক জায়গায় নিয়ে এসে দেয় । 128 রানের নাইট ইনিংস শেষ হয় 18.5 ওভারে ।

আরও পড়ুন :IPL 2022 : ব্যাটিং বিপর্যয় ! আরসিবির বিরুদ্ধে সস্তায় গুটিয়ে গেল কেকেআর

আরসিবির হয়ে হাসারাঙ্গা চারটি এবং আকাশদীপ তিনটি উইকেট নেন। প্রত্যুত্তরে জয়ের জন্য 129 রান করতে নেমে ব্যাঙ্গালোর শুরুতেই ধাক্কা খায়। মাত্র তিন ওভারের মধ্যে অধিনায়ক ফাফ ডুপ্লেসি (5), অনুজ রানওয়াতে শূন্য রান, বিরাট কোহলি (12) দ্রুত ফিরে যান । এই সময় নাইট বোলাররা খেলার রাশ তুলে নিলেও তা ছিনিয়ে নেয় আরসিবির শাহবাজ আহমেদ এবং রাদারফোর্ড জুটি ।

বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ 20 বলে 27 রান করেন । আরও এক ব্যাটার রাদারফোর্ড করেন 28 । শেষ দিকে অপরাজিত থেকে আরসিবির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক (14) । নাইট ব্যর্থতার রাতের খলনায়ক বোলার আন্দ্রে রাসেল এবং ব্যাটাররা । কম রানের পুঁজি নিয়ে জয়ের লক্ষ্যে নেমে ক্যারিবিয়ান অলরাউন্ডার একাই পাঁচটি ওয়াইড এবং একটি নো বল করেছেন । পাশাপাশি দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নাইট থিঙ্কট্যাঙ্ককে চিন্তায় রাখবে ।

ABOUT THE AUTHOR

...view details