মুম্বই, 8 মে : সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টানা দ্বিতীয় জয়, চলতি মরসুমে তৃতীয়বার ৷ প্রথম বলেই ডাগ-আউটে ফিরলেন বিরাট কোহলি ৷ কিন্তু সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারাতে কোনও সমস্যাই হল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ ফ্যাফ ডু'প্লেসি, রজত পতিদার, দীনেশ কার্তিকদের ধামাকা ব্যাটিং ৷ সঙ্গে বল হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গার পাঁচ উইকেট ৷ কেন উইলিয়ামসনের দলকে 67 রানে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা জোরাল করল আরসিবি (RCB beat SRH by 67 runs to retain spot in top four) ৷
টস জিতে ওয়াংখেড়েতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ৷ কিন্তু প্রথম বলেই জগদীশন সুচিথের শিকার বিরাট ৷ তবে প্রাক্তন অধিনায়ককে ছাড়াই এখন জিততে শিখে গিয়েছে দল ৷ কোহলি ফেরার পর একে একে তা বুঝিয়ে দেন ডু'প্লেসি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েলরা ৷ দ্বিতীয় উইকেটে অধিনায়কের সঙ্গে পতিদারের 105 রানের জুটি আরসিবি'র বড় রানের ভিত গড়ে দেয় ৷