মুম্বই, 11 মে : দল প্লে-অফের য৷ওয়ার সুযোগ হারিয়েছে আগেই ৷ শেষের কয়েকটি ম্যাচে নিজেদের পারফরম্যান্স তুলে ধরে লিগ টেবিলে সম্মানজনক অবস্থায় শেষ করতে মরিয়া চেন্নাই সুপার কিংস ৷ সেই লক্ষ্যে বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়নরা ৷ অবশিষ্ট আইপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ক রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja will be missing the rest of the IPL due to injury) ৷
দশম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পাঁজরে চোট পেয়েছিলেন এই ইউটিলিটি অলরাউন্ডার ৷ যার জেরে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জাদেজাকে ছাড়াই নেমেছিল দল ৷ কয়েকদিন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকার পর জাদেজা ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চেয়েছিল দল ৷ সেইমত বুধবার সন্ধেয় ফ্র্যাঞ্চাইজির তরফে এল ঘোষণা ৷ সিএসকে-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়, "পাঁজরে আঘাতের কারণে গত রবিবার দিল্লি ক্যাপিটালস ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল রবীন্দ্র জাদেজাকে ৷ বেশ কিছুদিন পর্যবেক্ষণে ছিলেন তিনি ৷ শেষমেশ চিকিৎসকদের পরামর্শে অবশিষ্ট আইপিএল থেকে ছিটকে গেলেন জাদেজা ৷"