পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : দ্রুত উত্তরণের পথ খুঁজতে হবে, হারের হ্যাটট্রিকের পর বললেন জাদেজা - দ্রুত উত্তরণের পথ খুঁজতে হবে, হারের হ্যাটট্রিকের পর বললেন জাদেজা

রবিবাসরীয় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পঞ্জাবের দেওয়া 181 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 18 ওভারে 126 রানেই গুটিয়ে যায় চারবারের সেরারা (PBKS beat CSK by 54 runs) ৷ শিবম দুবে প্রতিরোধ গড়ে না-তুললে লজ্জা আরও বাড়ত ইয়েলো আর্মির ৷

IPL 2022
দ্রুত উত্তরণের পথ খুঁজতে হবে, হারের হ্যাটট্রিকের পর বললেন জাদেজা

By

Published : Apr 4, 2022, 9:35 AM IST

মুম্বই, 4 এপ্রিল : টুর্নামেন্টের শুরুতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারের হ্যাটট্রিক ৷ 2022 আইপিএলে দুঃস্বপ্নের শুরু ৷ টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নেতৃত্বে হাতবদলের প্রভাব কি পড়ছে চেন্নাই সুপার কিংসের খেলায় ? স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে প্রশ্ন ৷ রবিবাসরীয় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পঞ্জাবের দেওয়া 181 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 18 ওভারে 126 রানেই গুটিয়ে যায় চারবারের সেরারা (PBKS beat CSK by 54 runs) ৷ শিবম দুবে প্রতিরোধ গড়ে না-তুললে লজ্জা আরও বাড়ত ইয়েলো আর্মির ৷ হারের হ্যাটট্রিকের পর হতাশ সিএসকে দলনায়ক রবীন্দ্র জাদেজা পথ খুঁজছেন উত্তরণের ৷

ম্যাচ শেষে 'জাড্ডু' বলেন, "পাওয়ার প্লে-তে বেশি উইকেট খোয়ানোটাই কাল হল ৷ প্রথম বল থেকেই আমরা ছন্দ হারিয়েছি ৷ এখান থেকে দ্রুত উত্তরণের পথ খুঁজতে হবে আমাদের (Ravindra Jadeja wants team to comeback after third consecutive defeat in IPL 2022) ৷ শক্তিশালী হয়ে ফিরে আসার উপায় বের করতে হবে ৷" ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের অফ ফর্মও চিন্তার কারণ ম্যানেজমেন্টের কাছে ৷ তিন ম্যাচে পুনের এই ব্যাটারের সংগ্রহ মাত্র 2 রান ৷ অথচ গত আইপিএলের আবিষ্কারকে 2022 আইপিএলের মেগা নিলামের আগে রিটেইন করেছিল দল ৷

তবে রুতুরাজে আস্থা হারাচ্ছেন না নয়া অধিনায়ক ৷ জাদেজা পঞ্জাব ম্যাচের পর বলেন, "এখন ওর আত্মবিশ্বাসের খুব প্রয়োজন ৷ ওর পাশে দাঁড়াতে হবে আমাদের ৷ প্রত্যেকেই ওর দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল ৷ আমি নিশ্চিত ও দারুণভাবে প্রত্যাবর্তন করবে ৷" হারের হ্যাটট্রিকের হতাশার মাঝেও আশার আলো শিবম দুবে ৷ তাঁর 30 বলে 57 রান হার এড়াতে না-পারলেও প্রশংসা কুড়িয়ে নিয়েছে অধিনায়কের ৷ জাদেজার বলেন, "ও ভাল ব্যাটিং করে, আজও করেছে ৷ ওকে এই মানসিকতা ধরে রাখতে হবে ৷ আমরা দলগতভাবেই ফিরে আসার চেষ্টা করব ৷"

আরও পড়ুন :ব্যাটে-বলে নায়ক দুই নাইট প্রাক্তনী, আইপিএলে হার্দিকের দলের টানা দ্বিতীয় জয়

সংক্ষিপ্ত স্কোর :

  • পঞ্জাব কিংস : 20 ওভারে 180/8 (লিভিংস্টোন 60; জর্ডন 2/23, প্রিটোরিয়াস 2/30)
  • চেন্নাই সুপার কিংস : 18 ওভারে 126 অল-আউট (শিবম দুবে 57; রাহুল 3/25)

পঞ্জাব কিংস জয়ী 54 রানে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details