মুম্বই, 4 এপ্রিল : টুর্নামেন্টের শুরুতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারের হ্যাটট্রিক ৷ 2022 আইপিএলে দুঃস্বপ্নের শুরু ৷ টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নেতৃত্বে হাতবদলের প্রভাব কি পড়ছে চেন্নাই সুপার কিংসের খেলায় ? স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে প্রশ্ন ৷ রবিবাসরীয় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পঞ্জাবের দেওয়া 181 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 18 ওভারে 126 রানেই গুটিয়ে যায় চারবারের সেরারা (PBKS beat CSK by 54 runs) ৷ শিবম দুবে প্রতিরোধ গড়ে না-তুললে লজ্জা আরও বাড়ত ইয়েলো আর্মির ৷ হারের হ্যাটট্রিকের পর হতাশ সিএসকে দলনায়ক রবীন্দ্র জাদেজা পথ খুঁজছেন উত্তরণের ৷
ম্যাচ শেষে 'জাড্ডু' বলেন, "পাওয়ার প্লে-তে বেশি উইকেট খোয়ানোটাই কাল হল ৷ প্রথম বল থেকেই আমরা ছন্দ হারিয়েছি ৷ এখান থেকে দ্রুত উত্তরণের পথ খুঁজতে হবে আমাদের (Ravindra Jadeja wants team to comeback after third consecutive defeat in IPL 2022) ৷ শক্তিশালী হয়ে ফিরে আসার উপায় বের করতে হবে ৷" ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের অফ ফর্মও চিন্তার কারণ ম্যানেজমেন্টের কাছে ৷ তিন ম্যাচে পুনের এই ব্যাটারের সংগ্রহ মাত্র 2 রান ৷ অথচ গত আইপিএলের আবিষ্কারকে 2022 আইপিএলের মেগা নিলামের আগে রিটেইন করেছিল দল ৷
তবে রুতুরাজে আস্থা হারাচ্ছেন না নয়া অধিনায়ক ৷ জাদেজা পঞ্জাব ম্যাচের পর বলেন, "এখন ওর আত্মবিশ্বাসের খুব প্রয়োজন ৷ ওর পাশে দাঁড়াতে হবে আমাদের ৷ প্রত্যেকেই ওর দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল ৷ আমি নিশ্চিত ও দারুণভাবে প্রত্যাবর্তন করবে ৷" হারের হ্যাটট্রিকের হতাশার মাঝেও আশার আলো শিবম দুবে ৷ তাঁর 30 বলে 57 রান হার এড়াতে না-পারলেও প্রশংসা কুড়িয়ে নিয়েছে অধিনায়কের ৷ জাদেজার বলেন, "ও ভাল ব্যাটিং করে, আজও করেছে ৷ ওকে এই মানসিকতা ধরে রাখতে হবে ৷ আমরা দলগতভাবেই ফিরে আসার চেষ্টা করব ৷"