চেন্নাই, 9 অক্টোবর:বিশ্বকাপের শুরুতেই মিলেছে স্পিন সহায়ক পিচ। তাতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ঘুম ছোটালেন রবীন্দ্র জাদেজা। তাঁর রাজ্য দল সৌরাষ্ট্র ৷ আর ঘরের মাঠ রাজকোট স্টেডিয়াম? না তা নয়, বরং জাড্ডু'র কাছে 'ঘরের মাঠ' বলতে এক ও অদ্বিতীয় এমএ চিদাম্বরম স্টেডিয়াম ৷ সিএসকে'র হয়ে এই চিপকে দীর্ঘ 11 বছর ধরে খেলছেন। এমন ঘূর্ণি পিচকে যে তিনি হাতের তালুর মতো চেনেন। তাই অজি বধ করতে যে সাফল্য পেতে পারেন তা হয়তো মনে মনে ঠিক করে রেখেছিলেন 'স্যর জাদেজা'। হলও তাই।
দুরন্ত মেজাজে বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে 'জাড্ডু'-র অসাধারণ স্পেল। বোলিং ফিগার মনে রাখার মতো। গতকাল, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 10 ওভারে মাত্র 28 রান দিয়ে 3টি উইকেট নেন এই অলরাউন্ডার ৷ কীভাবে এই ভেলকি দেখালেন তা খেলা শেষের সাংবাদিক সম্মেলনে ফাঁস করলেন জাড্ডু ৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সফলতম বোলার জাদেজাই। ম্যাচের পর বাঁ-হাতি অফস্পিনার জানালেন, এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন আইপিএল খেলার অভিজ্ঞতাই কাজে লেগেছে। রবিবার অস্ট্রেলিয়ার ইনিংস শেষে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে ভারতের তারকা স্পিনার জাদেজা বলেন, "হ্যাঁ, আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলি। তাই কন্ডিশন কীরকম থাকবে সেটা খুব ভালোভাবে জানি। প্রথম ওভার করার সময় বল থেমে যাচ্ছিল, পরে আর সেরকরম অসুবিধা হয়নি ৷" সেইসঙ্গে জাড্ডু আরও বললেন, চেন্নাইয়ের দর্শকরা সবসময় ক্রিকেটের জন্য নিজেদের সমর্থন উজাড় করে দেন।