পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের জার্সিতে 90-এর ছোঁয়া - রবীন্দ্র জাদেজা

আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সেই জার্সি প্রকাশ্যে এনেছেন রবীন্দ্র জাদেজা ৷

ravindra jadeja
ravindra jadeja

By

Published : May 29, 2021, 10:57 PM IST

মুম্বই, 29 মে : আগামী মাসে সাউদাম্পটনে ঐতিহাসিক আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত ৷ প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ 18 জুন এই ঐতিহাসিক ফাইনালে যে জার্সি পরে কোহলিরা নামবেন তাতে থাকবে 90-এর দশকের ছোঁয়া ৷

আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সেই জার্সি প্রকাশ্যে এনেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ টুইটারে জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ ক্যাপশনে লিখেছেন, "নব্বইয়ের দশককে মনে পড়িয়ে দিল ৷" জার্সির উপর এই সোয়েটার পরে খেলতে নামবেন কোহলি অ্যান্ড কোং ৷ জাদেজার এই পোস্ট দেখে স্মৃতিমেদুর ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ৷ নব্বইয়ের দশকের ক্রিকেটের সময়কে মনে পড়িয়ে দিচ্ছে এই জার্সি ৷

আরও পড়ুন : 22 বছর পার, সৌরভ-দ্রাবিড় জুটির টনটন ধামাকা আজও টাটকা

18 জুন সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে হবে এই ফাইনাল ৷ ইংল্যান্ড যাওয়ার আগে আপাতত মুম্বইয়ে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ভারতীয় স্কোয়াড ৷ 2 জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে গোটা দল ৷ ফাইনাল নিয়ে ভারতীয় দলের সদস্যরা কতটা উত্তেজিত তা এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ৷ ভারতীয় দলের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানে বেশ কয়েকটি ব্যাটের ছবি পোস্ট করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details