মুম্বই, 29 মে : আগামী মাসে সাউদাম্পটনে ঐতিহাসিক আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত ৷ প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ 18 জুন এই ঐতিহাসিক ফাইনালে যে জার্সি পরে কোহলিরা নামবেন তাতে থাকবে 90-এর দশকের ছোঁয়া ৷
আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সেই জার্সি প্রকাশ্যে এনেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ টুইটারে জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ ক্যাপশনে লিখেছেন, "নব্বইয়ের দশককে মনে পড়িয়ে দিল ৷" জার্সির উপর এই সোয়েটার পরে খেলতে নামবেন কোহলি অ্যান্ড কোং ৷ জাদেজার এই পোস্ট দেখে স্মৃতিমেদুর ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ৷ নব্বইয়ের দশকের ক্রিকেটের সময়কে মনে পড়িয়ে দিচ্ছে এই জার্সি ৷