নাগপুর, 11 ফেব্রুয়ারি:পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন । অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে সংহার মূর্তি ধারণ করেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৷ যদিও সৌরাষ্ট্র স্পিনারের স্বপ্নের প্রত্যাবর্তনে কাঁটা হয়ে রইল 'বল বিকৃতি' বিতর্ক । বল করার সময়ই হাতে মলম লাগাতে দেখা গিয়েছিল জাদেজাকে । সেই ঘটনাতেই এবার ভারতীয় স্পিনারকে শাস্তি দিল আইসিসি । ম্যাচ ফি'র 25 শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে (Ravindra Jadeja fined for applying cream on finger) ।
প্রথম ইনিংসে বল করার সময় আঙুলে মলম মাখতে দেখা গিয়েছিল তাঁকে । কখনও মহম্মদ শামি, আবার কখনও মহম্মদ সিরাজ মাঠের প্যাভিলিয়ন থেকে সেই মলম এনে দিয়েছিলেন । সেই ছবি ভাইরাল হওয়ার পরেই অজিদের পক্ষ থেকে উঠেছিল বল বিকৃতির অভিযোগ । সরব হয়েছিল অজি মিডিয়াও । বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল, বল বিকৃতি করেই 5 উইকেট তুলে নিয়েছেন তিনি । ঘূর্ণি পিচ ও তাঁর বল বিকৃতিতেই ব্যকফুটে গিয়েছে অজি ব্যাটাররা ।
আম্পায়ার জানিয়েছিলেন, বল বিকৃতির অভিযোগের কোনও জায়গাই নেই । আঙুলে চোট লাগায় ব্যথা কমানোর মলমই মেখেছিলেন ভারতীয় অল-রাউন্ডার । অন্যদিকে ভারতীয় দলের টপ-অর্ডার, এমনকি অক্ষর-শামির ব্যাটিং দেখেও বোঝা যায়নি, উইকেটে জুজু রয়েছে । 84 রান করে ফেরেন অক্ষর, শামির অবদান বিধ্বংসী 37 ।