ডমিনিকা,13 জুলাই: ইতিহাসে রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেটের মালিক হলেন তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাঁর সামনে বেশ অসহায় দেখাল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। সবমিলিয়ে 60 রান দিয়ে 5 উইকেট তুলে নিলেন অশ্বিন। আর সেই সূত্রেই অনিল কুম্বলে এবং হরভজন সিংয়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেটের মালিক হলেন এই স্পিনার।
পাশপাশি এই ম্যাচে আরও একটি বিরল রেকর্ডের মালিক হলেন অশ্বিন । ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ভারতীয় বোলার যিনি বাবা ও ছেলে-কে আউট করলেন। এই ম্যাচে ক্যারাবিয়ান দলে আছেন তেজনারায়ণ চন্দ্রপল। তাঁর উইকেট নেন অশ্বিন। তেজনারয়াণের বাবা হলেন কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দ্রপল। অতীতে তাঁরও উইকেট পেয়েছেন অশ্বিন।
ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কুম্বলে। দীর্ঘ ক্রিকেট-জীবনে তাঁর শিকার 956টি উইকেট। এরপরই আছেন হরভজন । তাঁর সংগ্রহে আছে 711টি উইকেট। এই তালিকায় নাম লেখালেন অশ্বিন । ক্যারাবিয়ান ব্যাটার আলজারি জোসেভকে প্যাভিলিয়নে পাঠিয়ে 700 উইকেটের মালিক হলেন অশ্বিন। এই সিরিজেই হরভজন টপকে যাওয়ার সুযোগ রয়েছে অশ্বিনের কাছে।