পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ravichandran Ashwin: ডমিনিকায় ইতিহাস! তৃতীয় ভারতীয় হিসেবে 700 উইকেটের মালিক অশ্বিন - ডমিনিকায় ইতিহাস

কুম্বলে-হরভজনের পর তৃতীয় ভারতীয় বোলার হিসেবে 700 উইকেটের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন। ক্যারাবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টেই ইতিহাস গড়লেন এই স্পিনার।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 13, 2023, 7:33 AM IST

Updated : Jul 13, 2023, 8:03 AM IST

ডমিনিকা,13 জুলাই: ইতিহাসে রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেটের মালিক হলেন তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাঁর সামনে বেশ অসহায় দেখাল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। সবমিলিয়ে 60 রান দিয়ে 5 উইকেট তুলে নিলেন অশ্বিন। আর সেই সূত্রেই অনিল কুম্বলে এবং হরভজন সিংয়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেটের মালিক হলেন এই স্পিনার।

পাশপাশি এই ম্যাচে আরও একটি বিরল রেকর্ডের মালিক হলেন অশ্বিন । ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ভারতীয় বোলার যিনি বাবা ও ছেলে-কে আউট করলেন। এই ম্যাচে ক্যারাবিয়ান দলে আছেন তেজনারায়ণ চন্দ্রপল। তাঁর উইকেট নেন অশ্বিন। তেজনারয়াণের বাবা হলেন কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দ্রপল। অতীতে তাঁরও উইকেট পেয়েছেন অশ্বিন।

ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কুম্বলে। দীর্ঘ ক্রিকেট-জীবনে তাঁর শিকার 956টি উইকেট। এরপরই আছেন হরভজন । তাঁর সংগ্রহে আছে 711টি উইকেট। এই তালিকায় নাম লেখালেন অশ্বিন । ক্যারাবিয়ান ব্যাটার আলজারি জোসেভকে প্যাভিলিয়নে পাঠিয়ে 700 উইকেটের মালিক হলেন অশ্বিন। এই সিরিজেই হরভজন টপকে যাওয়ার সুযোগ রয়েছে অশ্বিনের কাছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিনকে ভারতীয় টিমে না-রাখা নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছিল। অস্ট্রেলিয়ার কাছে হারের কারণ হিসেবে এই বিষয়টিকে তুলে ধরেছিলেন অনেকে। খোদ সচিন তেন্ডুলকর পর্যন্ত অশ্বিনের বাদ যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনই আবহে ভারতীয় দলে ফিরেই আরও একবার নিজের জাত চেনালেন অশ্বিন।

আরও পড়ুন: বিরাটের এই দীর্ঘ সফরের প্রাপ্তি নিয়ে গর্ব করা উচিত, মত রাহুলের

মূলত তাঁর সৌজন্য়েই মাত্র 150 রানে থেমে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে 80 রান তুলেছে ভারত । প্রথমবার দলে সুযোগ পাওয়া যস্বশী জয়সওয়াল 40 এবং অধিনায়ক রোহিত শর্মা 30 রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে বড় রান করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চাইছে ভারত । অন্যদিকে, পঞ্চাশ ওভারের বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে যাওয়ার পর ভারতের সঙ্গে প্রথম টেস্টের শুরুটাও ভালো হল না ক্যারাবিয়ানদের।

Last Updated : Jul 13, 2023, 8:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details