পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'রোহিতকে সেঞ্চুরি শেখানোর দরকার নেই', অধিনায়কের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত অশ্বিনের - টিম ইন্ডিয়া

Ravichandran Ashwin on Rohit Sharma: বিশ্বকাপ ফাইনালে অজিদের কাছে হারতেই অনেকেই আঙুল তুলেছেন রোহিত শর্মার ওপর ৷ এবার ক্য়াপ্টেনের পাশে দাঁড়ালেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিন
Ravichandran Ashwin on Rohit Sharma

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 8:31 PM IST

মুম্বই, 23 নভেম্বর: সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপ ফাইনালে হারের মুখ দেখেছে টিম ইন্ডিয়া ৷ এ দেশ থেকে বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নিয়ে গিয়েছে অজিরা ৷ বিশ্বকাপ ফাইনালে হারের পর অনেকেই আঙুল তুলছেন রোহিত শর্মার দিকে ৷ প্রতি ম্যাচেই বিধ্বংসী খেলা ভারত অধিনায়কের বিশ্বকাপ ফাইনালে খেলার ধরন বদলানোর প্রয়োজন ছিল, বলছেন অনেকে ৷ তবে অধিনায়কের পাশে দাঁড়িয়ে রোহিতের সমালোচকদের কড়া জবাব দিলেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ তিনি জানালেন, রোহিতকে সেঞ্চুরি করা শেখাতে হবে না।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে রোহিত 11 ম্যাচে 597 রান করেছেন। স্ট্রাইক রেট 125! ওয়ান-ডে বিশ্বকাপে এমন দুরন্ত পারফরম্য়ান্স সচরাচর নয় ৷ 2019 বিশ্বকাপ থেকেই অতি আগ্রাসী ব্যাটিং করছেন রোহিত। "তাই ওঁর খেলায় এবারেও কোনও পরিবর্তন হয়নি", বলেন অশ্বিন ৷ সবমিলিয়ে রোহিতকে নিয়ে সমালোচনায় বিরক্ত অশ্বিন। ফাইনালে গ্লেন ম্যাক্সওয়েলের বলে বড় শট খেলার চেষ্টায় আউট হন রোহিত শর্মা। 31 বলে 47 রান করে সজঘরে পেরেন 'হিটম্যান' ৷

অশ্বিন বলেন, "অনেকেই বলছেন রোহিত যদি ব্যাটিং চালিয়ে যেত, সেঞ্চুরিও করতে পারত। ও টিমের স্বার্থেই বিধ্বংসী খেলছিল। পুরো টুর্নামেন্টেই ও একইভাবে ব্যাটিং করেছে। রোহিতকে শেখানোর প্রয়োজন নেই কীভাবে সেঞ্চুরি করতে হয়। ও প্রচুর সেঞ্চুরি করেছে। বরং ও যে তাগিদ নিয়ে ব্যাটিং করছে, সেটা বেশি জরুরি। ফাইনালে অস্ট্রেলিয়া কার্যত অসামান্য ছিল। তাদের কৌশল দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ওরা ভালো খেলেছে ৷"

তবে অশ্বিন এদিন ফাইনালে অস্ট্রেলিয়া অধিনায়ক প্য়াট কামিন্সের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলেন বলে জানান ৷ কারণ, ফাইনালের মঞ্চে টস জিতে প্রথমে ব্যাট করে রান বেশি করার সিদ্ধান্ত নেয় দলগুলি ৷ কিন্তু তার উলটোটাই করেছেন অজি বোলার ৷ তবে কামিন্সের এমন সিদ্ধান্তে দক্ষিণী স্পিনার তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশে টস জিতলেন সূর্য, প্রথম টি-20'তে রান তাড়া করার সিদ্ধান্ত ভারতের
  2. 'প্রধানমন্ত্রী সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়ে', ড্রেসিংরুম-সাক্ষাৎ প্রসঙ্গে বললেন শামি
  3. 'মুসকুরাইয়ে...', রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে 'মোদি কি বাত'

ABOUT THE AUTHOR

...view details