লন্ডন, 2 জুলাই : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিন ম্যাচের হওয়া উচিত ৷ এতে বোঝা যাবে প্রকৃত সেরা কে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর এমন কথা বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে এবার কোহলি পাশে পেলেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে ৷ ভারতীয় স্পিনার বলেন, কোহলি যা বলেছিল সেটা সম্পূর্ণ ওর মতামত ছিল ৷ কখনই ও সেটা দাবি করেনি ৷
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘‘ আমি শুনেছি লোককে বলতে, বিরাট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটি ফাইনাল ম্যাচ করার কথা বলেছেন ৷ কিন্তু এটি হাস্যকর ৷ ম্যাচ শেষ হওয়ার পর মাইকেল আথারটন বিরাটকে জিজ্ঞাসা করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আলাদা কিছু করা যেতে পারে ৷ সেই প্রশ্নের উত্তরে বিরাট বলেন, যদি তিন ম্যাচ খেলা হয়, তাহলে গ্রহণযোগ্যতা বাড়ে ও দলগুলি কামব্যাক করতে পারে ৷ কিন্তু বিরাট কখনও কিছু দাবি করেননি ৷’’