দুবাই, 15 মার্চ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন ৷ আর তারপরেই বুধবার জারি করা সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি (Ravichandran Ashwin Regains No 1 Spot in ICC) ৷ অশ্বিন ড্র হওয়ার আমেদাবাদের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে 91 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন ৷ সম্প্রতি শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টে অশ্বিন মোট 25টি উইকেট নিয়েছেন ৷ ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনের থেকে 10 পয়েন্টে এগিয়ে একনম্বর জায়গা পুনরুদ্ধার করেছেন অশ্বিন ৷ বিরাট কোহলি (Virat Kohli) শেষ টেস্টে 186 রানের ইনিংসের দৌলতে 7 ধাপ উঠে 13 নম্বরে রয়েছেন ৷
অশ্বিন বাদে ভারতের আরেক বাঁ-হাতি অর্থডক্স স্পিনার অক্ষর প্যাটেল 6 ধাপ উঠে বোলারদের তালিকায় 28 নম্বরে উঠে এসেছেন ৷ অল-রাউন্ডারদের তালিকায় অক্ষর প্যাটেল 4 নম্বর স্থানে রয়েছেন ৷ তবে, দীর্ঘদিন 4 ও 5 নম্বরের মধ্যে থাকা জসপ্রীত বুমরা কয়েকধাপ নেমে 7 নম্বরে রয়েছেন ৷ উল্লেখ্য, তিনি গত 1 বছরে কোনও টেস্ট ম্যাচ খেলেননি ৷