পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ashwin equals Kumble: নাগপুরে 'রবি বন্দনা' ! দুরন্ত স্পেলে কুম্বলের রেকর্ড ছুঁলেন অশ্বিন - নাগপুরে অশ্বিনের রবি উদয়

দুরন্ত বোলিংয়ে অনিল কুম্বলের রেকর্ড ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন (Border-Gavaskar Trophy) । এই নিয়ে ঘরের মাঠে 25 বার ইনিংসে 5 বা তার বেশি উইকেট পেলেন তিনি (Ashwin picks 25th 5 wicket haul at home to equal Anil Kumble) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 11, 2023, 3:15 PM IST

Updated : Feb 11, 2023, 4:13 PM IST

নাগপুর, 11 ফেব্রুয়ারি: ঘরের মাঠে দুরন্ত ঘূর্ণিতে কামাল করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। প্রথম ইনিংসে টেস্টে 450টি উইকেট পাওয়ার রেকর্ড গড়েছিলেন । যদিও বল হাতে তাঁকে ছাপিয়ে গিয়েছিল আরেক 'আর' অর্থাৎ রবীন্দ্র জাদেজা । এদিন অজিদের দ্বিতীয় ইনিংসে শুধুই অশ্বিন । তাঁর ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না ক্যাঙারুরা (Border Gavaskar Trophy) । দুরন্ত স্পেলে নয়া নজির গড়ে তুলে নিলেন পাঁচ উইকেট । এই নিয়ে ঘরের মাঠে 25 বার ইনিংসে 5 বা তার বেশি উইকেট পেলেন তিনি । সেই সঙ্গে ছুঁলেন আরেক কিংবদন্তি অনিল কুম্বলেকে (Ashwin equal Anil Kumbles Indian record) ।

অজিদের প্রথম ইনিংসের পরেই দেওয়াল লিখনটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল । মাত্র 177 রানে গুটিয়ে গিয়েছিল অজিরা । জাদেজার পাশাপাশি বল হাতে কামাল দেখিয়েছিলেন দক্ষিণী অফস্পিনার । ব্যাট করতে নেমে 223 রানের লিড নিয়েছিল টিম ইন্ডিয়া (India vs Australia) । দ্বিতীয় ইনিংসে আরও জরাজীর্ণ স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা । মাত্র 91 রানেই শেষ ব্যাগি গ্রিন'রা । সৌজন্যে, অশ্বিনের ঘূর্ণি (Ashwin picks 25th 5 wicket haul at home)।

নাগপুর টেস্টের আগে বেঙ্গালুরুতে প্রস্তুতি সেরেছিল অস্ট্রেলিয়া । আলাদা করে অশ্বিনকে খেলার জন্য ছক কষেছিল তারা । নেটে নিয়ে আসা হয়েছিল মহেশ পিটিয়াকে । গুজরাতেই এই অফ-স্পিনারের বোলিং স্টাইল অনেকটা অশ্বিনের মতোই । ফলে তাঁর বলে খেলেই অশ্বিনের ঘূর্ণি সামলানোর প্রস্তুতি নিয়েছিল টিম অস্ট্রেলিয়া । কিন্তু নাগপুরের মাঠে কিছুই কাজে আসেনি ।

আরও পড়ুন: ট্রিপল আরে তিনদিনেই নাস্তানাবুদ অজিব্রিগেড, নাগপুরে ইনিংসে জয় ভারতের

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘূর্ণি পিচে এদিন 12 ওভার হাত ঘুরিয়েছেন তিনি । 3 ওভার মেডেন-সহ খরচ করেছেন 37 রান । প্রথম স্পেলে তুলে নিয়েছেন দুই ওপেনার ওসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নারকে । দ্বিতীয় স্পেলে আরও ভয়ংকর হয়ে ওঠেন রবি । প্যাভিলিয়নের পথ দেখান ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব ও অ্যালেক্স ক্যারিকে । একা হাতে শেষ করে দেন অজিদের ব্যাটিং অর্ডার । তাঁর দাপটেই ইনিংস ও 132 রানে ম্যাচ পকেটে পুরেছে ভারত ।

আরও পড়ুন: আরআরআর ! রোহিতদের প্রশংসায় লিটল মাস্টারের মুখে দক্ষিণী সিনেমা

Last Updated : Feb 11, 2023, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details