দুবাই, 1 মার্চ: ফের টেস্ট ক্রিকেটে একনম্বরে রবিচন্দ্রন অশ্বিন ৷ বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে বোলারদের তালিকায় 1 নম্বরে উঠে এসেছেন তিনি (Ravichandran Ashwin now ICC Number One Test Bowler) ৷ ইংল্যান্ড পেসার জিমি অ্যান্ডারসনকে টপকে ফের শীর্ষস্থান পুনর্দখল করলেন অশ্বিন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টে দুরন্ত পারফরম্যান্সের জেরেই ব়্যাংকিংয়ে উন্নতি দক্ষিণী স্পিনারের ৷ তালিকায় দু'নম্বরে নেমে গিয়েছেন ইংরেজ পেসার ৷ আর অশ্বিন তাঁর রেটিং পয়েন্ট বাড়িয়ে ফেব্রুয়ারি মাসের পারফরম্যান্সের জেরে পয়লা নম্বরে উঠে এসেছেন ৷
2015 সালে প্রথমবার আইসিসি ব়্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন অশ্বিন ৷ এরপর একাধিকবার এক নম্বর টেস্ট বোলার হয়েছেন এই ফিঙ্গার স্পিনার ৷ কিন্তু গত কয়েকবছরে ব়্যাংকিংয়ে বেশ কিছুটা নীচের দিকেই ছিলেন ভারতীয় অফস্পিনার ৷ দিল্লি টেস্টের প্রথম ইনিংসে একই ওভারে মার্নাস ল্যাবুশান এবং স্টিভ স্মিথের উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ পরবর্তী সময়ে অ্যালেক্স ক্যারিকে শূন্যতে আউট করেন ৷ দ্বিতীয় ইনিংসেও টপ-অর্ডারের 3 উইকেট নেন তিনি ৷ এই ম্যাচে রবীন্দ্র জাদেজাও ম্যাচে 10 উইকেট নিয়েছিলেন ৷ তিনিও আইসিসি বোলারদের ক্রমতালিকায় একধাপ উঠে 8 নম্বরে রয়েছেন ৷