পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shastri On Wriddhiman Controversy : ঋদ্ধি-বিতর্কে সৌরভের হস্তক্ষেপ চেয়ে আসরে শাস্ত্রী - ঋদ্ধি-বিতর্কে সৌরভের হস্তক্ষেপ চেয়ে আসরে শাস্ত্রী

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ে ঋদ্ধি হেড কোচের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, তার পরিপ্রেক্ষিতে রবিবার কলকাতায় প্রশ্নবাণ ধেয়ে আসে রাহুল দ্রাবিড়ের কাছে (Media questioned Rahul Dravid yesterday on Wriddhiman Saha issue) ৷

Shastri On Wriddhiman Controversy
ঋদ্ধি-বিতর্কে সৌরভের হস্তক্ষেপ চেয়ে আসরে শাস্ত্রী

By

Published : Feb 21, 2022, 5:04 PM IST

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি :'সুপারম্যান' ঋদ্ধিকে সাংবাদিক হুমকির ঘটনা নিয়ে আলোড়ন দেশের ক্রিকেটমহলে ৷ বীরেন্দ্র সেওয়াগ, হরভজন সিং'য়ের মতো প্রাক্তনীরা বঙ্গ ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন আগেই ৷ এবার আসরে নেমে গোটা বিষয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করলেন জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri wants interference of Sourav Ganguly to Wriddhiman Saha controversy) ৷

রবিবার রাতে একটি টুইটে রবি শাস্ত্রী লেখেন, "একজন ক্রিকেটারকে সাংবাদিক হুমকি দিচ্ছে দেখে হতবাক ৷ নির্লজ্জের ন্যায় ক্ষমতার অপব্যবহার ৷ ভারতীয় দলের সঙ্গে ইদানিং ঘন ঘন এসব ঘটছে ৷ ঘটনায় বিসিসিআই প্রেসিডেন্টের হস্তক্ষেপ করার সময় এসেছে ৷ খুঁজে বের করা হোক সংশ্লিষ্ট ব্যক্তিকে ৷ কারণ এক্ষেত্রে অভিযোগটা এসেছে চূড়ান্ত টিমম্যান ঋদ্ধিমান সাহার থেকে ৷"

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ে ঋদ্ধি হেড কোচের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, তার পরিপ্রেক্ষিতে রবিবার কলকাতায় প্রশ্নবাণ ধেয়ে আসে রাহুল দ্রাবিড়ের দিকে (Media questioned Rahul Dravid yesterday on Wriddhiman Saha issue) ৷ যদিও ব্যাটার দ্রাবিড়ের মতোই এদিন প্রশ্নের বাউন্সারও দক্ষতার সঙ্গে সামলান রোহিতদের কোচ ৷

আরও পড়ুন :সাংবাদিকতার নামে 'চামচাগিরি', ঋদ্ধিমান ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন সেওয়াগ

দ্রাবিড় বলেন, "ঋদ্ধি মিডিয়াকে যা বলেছে তাতে আমি আঘাত পাইনি ৷ ওর প্রতি আমার শ্রদ্ধা অটুট থাকবে ৷ ভারতীয় ক্রিকেটে ওর অবদান প্রচুর এবং অনেককিছু অ্যাচিভও করেছে ও ৷ তবে আমার মনে হয়েছিল ওর কাছে গোটা বিষয়টি স্বচ্ছ থাকা উচিত ৷" উল্লেখ্য, আসন্ন শ্রীলঙ্কা সিরিজে টেস্ট স্কোয়াডে সুযোগ না-পেয়ে ঋদ্ধি জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বাস দিলেও রাহুল দ্রাবিড় তাঁকে অবসরের ভাবনা ভাবতে বলেছেন ৷ দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি নেই ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details