পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shastri To Kohli : দু-তিন মাসের বিরতি নিয়ে রাজার মতো ফিরে এসো, কোহলিকে 'বিরাট' পরামর্শ শাস্ত্রীর - Ravi Shastri thinks five years of cricket left in Virat Kohli

শাস্ত্রীয় মতে বিরাট কোহলির মধ্যে এখনও বছর পাঁচেকের ক্রিকেট অবশিষ্ট রয়েছে (Ravi Shastri thinks five years of cricket left in Virat Kohli) ৷ দু-তিনমাসের বিরতি বিরাটকে সেরা ফর্মে ফিরিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করেন তিনি (Ravi Shastri suggests Virat Kohli to comeback in form) ৷

Shastri To Kohli
দু-তিনমাসের বিরতি নিয়ে রাজার মতো ফেরো, কোহলিকে বিরাট পরামর্শ শাস্ত্রীর

By

Published : Jan 26, 2022, 10:18 PM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: 2019 পর শতরান নেই ব্যাটে ৷ টেস্ট অধিনায়কের চাকরি ছাড়লেও প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে ফেরেনি শতরানের ভাগ্য ৷ যাও বা টুকটাক অর্ধশতরান করছেন, তাতেও পুরনো আত্মবিশ্বাসের অভাব ৷ বিরাট আত্মবিশ্বাস কবে ফিরবে কোহলির উইলোয় ৷ চর্চা ক্রিকেটমহলে ৷ এমতাবস্থায় দেশের প্রাক্তন অধিনায়ককে সমাধান বাতলে দিলেন জাতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী ৷ দু-তিন মাসের বিরতি বিরাটকে সেরা ফর্মে ফিরিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করেন তিনি (Ravi Shastri suggests Virat Kohli to take a break from cricket) ৷

শাস্ত্রীয় মতে, বিরাট কোহলির মধ্যে এখনও বছর পাঁচেকের ক্রিকেট অবশিষ্ট রয়েছে (Ravi Shastri thinks five years of cricket left in Virat Kohli) ৷ প্রাক্তন শিষ্যের উদ্দেশ্যে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, "বিরাট জানে যে ও এখনও বছর পাঁচেক ভাল ক্রিকেট খেলতে পারে ৷ সেক্ষেত্রে ওকে শান্ত হয়ে কেবল ব্যাটিংয়ে মনোনিবেশ করতে হবে ৷ ম্যাচ ধরে ধরে ভাবতে হবে ৷ আমার মনে হয় বিরাট যদি দু-তিন মাসের জন্য একটা বিরতি নেয়, তাহলে সেটা ওর জন্য ভীষণ ভাল হবে ৷"

শাস্ত্রীর সংযোজন, "বিরতির পর ফিরে এসে বিরাট আবার রাজার মত খেলবে ৷ দলে ওর ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল বিরাট ৷ আমি শুধু আগের মতো ওর অবদান দেখতে চাই ৷ দেখতে চাই ও দলকে জেতাচ্ছে ৷"

আরও পড়ুন : Warne on Kohli : ‘কোহলি টেস্টে অন্যতম সেরা অধিনায়ক’, বিরাট-বিতর্কে মন্তব্য ওয়ার্নের

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর সকলকে অবাক করে লাল বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট ৷ 68 টেস্টে 40টি জয় সহযোগে বিরাটই টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম অধিনায়ক ৷ টি-20 অধিনায়কত্ব ছেড়েছিলেন বিশ্বকাপের পরেই ৷ আর দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার দিনকয়েক আগে ওয়ান-ডে ফর্ম্যাটেও অধিনায়কের চাকরি গিয়েছিল দিল্লির ক্রিকেটারের ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details