নয়াদিল্লি, 26 জানুয়ারি: 2019 পর শতরান নেই ব্যাটে ৷ টেস্ট অধিনায়কের চাকরি ছাড়লেও প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে ফেরেনি শতরানের ভাগ্য ৷ যাও বা টুকটাক অর্ধশতরান করছেন, তাতেও পুরনো আত্মবিশ্বাসের অভাব ৷ বিরাট আত্মবিশ্বাস কবে ফিরবে কোহলির উইলোয় ৷ চর্চা ক্রিকেটমহলে ৷ এমতাবস্থায় দেশের প্রাক্তন অধিনায়ককে সমাধান বাতলে দিলেন জাতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী ৷ দু-তিন মাসের বিরতি বিরাটকে সেরা ফর্মে ফিরিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করেন তিনি (Ravi Shastri suggests Virat Kohli to take a break from cricket) ৷
শাস্ত্রীয় মতে, বিরাট কোহলির মধ্যে এখনও বছর পাঁচেকের ক্রিকেট অবশিষ্ট রয়েছে (Ravi Shastri thinks five years of cricket left in Virat Kohli) ৷ প্রাক্তন শিষ্যের উদ্দেশ্যে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, "বিরাট জানে যে ও এখনও বছর পাঁচেক ভাল ক্রিকেট খেলতে পারে ৷ সেক্ষেত্রে ওকে শান্ত হয়ে কেবল ব্যাটিংয়ে মনোনিবেশ করতে হবে ৷ ম্যাচ ধরে ধরে ভাবতে হবে ৷ আমার মনে হয় বিরাট যদি দু-তিন মাসের জন্য একটা বিরতি নেয়, তাহলে সেটা ওর জন্য ভীষণ ভাল হবে ৷"