মুম্বই, 13 অক্টোবর: ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক স্তরে পালাবদল ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) সরিয়ে বিসিসিআই'য়ের সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন রজার বিনি ৷ আগামী 18 অক্টোবর সভাপতি পদে কার্যভার গ্রহণ করবেন 1983 ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ৷ সৌরভকে সরিয়ে একদা সতীর্থ রজার বিনির (Roger Binny) বিসিসিআই'য়ের শীর্ষ পদে আসীন হওয়ার খবরে বেজায় খুশি রবি শাস্ত্রী (Ravi Shastri delighted for Roger Binny) ৷ জাতীয় দলের প্রাক্তন কোচ বলছেন বোর্ড সভাপতি হয়ে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত গুণ রয়েছে রজারের মধ্যে (Shastri Praises Binny) ৷
বিদায়ী বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শাস্ত্রীর মন কষাকষির কথা অজানা নয় ভারতীয় ক্রিকেটে ৷ অন্যদিকে আবার নয়া সভাপতি আবার তাঁর একদা সতীর্থ ৷ মুম্বইয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে খুব স্বাভাবিকভাবেই এ ব্যাপারে প্রশ্নবাণ ধেয়ে এল শাস্ত্রীর দিকে ৷ পালটা এ বিষয়ে জাতীয় দলের প্রাক্তন কোচ বলেন, "আমি ভীষণই খুশি ৷ তার সবচেয়ে বড় কথা বিশ্বকাপজয়ী দলে ও আমার সতীর্থ ছিল ৷ পরবর্তীতে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ সামলানোর সময়েও আমাদের বন্ধুত্ব অটুট ছিল ৷ তাই ওর বিসিসিআই সভাপতি হওয়ার খবর আমায় উৎফুল্ল করেছে ৷ ও একজন বিশ্বকাপজয়ী ৷ বিসিসিআই'য়ের ইতিহাসে এই প্রথম কোনও বিশ্বকাপজয়ী সভাপতি পদে বসছে ৷ ওর ক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন নেই ৷ এই পদের জন্য ওই যোগ্যতম ৷"