কলকাতা, 24 অগস্ট: এশিয়া কাপে ভারতীয় দলের খেলার ধরন আরও আক্রমণাত্মক হওয়া প্রয়োজন (Ravi Shastri on Team India Approach) ৷ একটি স্পোর্টস চ্যানেলে বিশেষজ্ঞ হিসাবে এমনটাই জানিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷ যেখানে তিনি বলেছেন, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টি20-তে বর্তমানে যেভাবে খেলছে সেটাই সঠিক (Ravi Shastri Praises Rohit Sharma) ৷ ব্যাটিংয়ে শুরু থেকেই আক্রমণে যেতে হবে ৷ শাস্ত্রীর মতে, আগে টি20-তে ভারত কিছুটা ভয়ে ভয়ে খেলত বলে দাবি করেছেন শাস্ত্রী ৷
রবি শাস্ত্রীর কথায়, রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল যে আক্রমণাত্মক ক্রিকেট টি20-তে খেলছে, এশিয়া কাপ (Asia Cup T20) এবং অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপে শুরু থেকেই সেই আগ্রাসী ইনিংস খেলতে হবে ভারতীয় দলকে ৷ প্রসঙ্গত, ভারতীয় ব্যাটিংয়ের রক্ষণশীল ভূমিকা নিয়ে, যে সময়ের কথা বলছেন তিনি, তখন কোচের দায়িত্বে ছিলেন স্বয়ং শাস্ত্রী ৷ প্রাক্তন ভারতীয় কোচ জানান, 2021 সালে টি20 বিশ্বকাপ থেকে শুরুতেই ভারতীয় দলের ছিটকে যাওয়ার পিছনে অন্যতম কারণ, সেই রক্ষণশীল মনোভাবই ৷