লন্ডন, 2 জুলাই: একবছর আগে ভারতীয় ক্রিকেটারদের ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট না খেলার সিদ্ধান্ত সঠিক ছিল ৷ এমনটাই জানালেন সেই সময় সফরকারী ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri Backs Indian Team Decision to Skip the Last Test in 2021) ৷ তিনি জানালেন, করোনা নিয়ে আজকের মানসিকতা এবং আট মাস আগের মানসিকতা এক ছিল না ৷ তাই সেই সময় কঠিন ওই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটাররা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা ন্যায়সঙ্গত ছিল ৷ প্রসঙ্গত, গতকাল অসমাপ্ত থাকা সিরিজের শেষ টেস্ট ম্যাচ শুরু হয়েছে ৷ ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে একথা জানান রবি শাস্ত্রী ৷
2021 সালে টেস্ট সিরিজ চলাকালীন ভারতীয় দলের কোচ এবং সাপোর্ট স্টাফরা একে একে কোভিড আক্রান্ত হতে থাকেন ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ম্যাঞ্চেস্টারে শেষ টেস্টের আগে ক্রিকেটাররা বাদে কোচ এবং সাপোর্ট স্টাফ সকলে আইসোলেশনে চলে যান ৷ সেই পরিস্থিতিতে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেটারদের সুরক্ষার স্বার্থে দল নামাতে অস্বীকার করেন ৷ ফলে পঞ্চম তথা শেষ টেস্ট না খেলেই ফিরে আসে ভারত ৷ বাকি থাকা সেই টেস্ট 1 জুলাই থেকে শুরু হয়েছে ৷
আর সেদিন ক্রিকেটারদের ওই ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সমর্থন করলেন প্রাক্তন তথা ওই সফরে ভারতের কোচ রবি শাস্ত্রী ৷ সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেন, ‘‘সেই সময় বন্দুক উঁচিয়ে খেলোয়াড়দের বলা খুবই সহজ যে, মাঠে নেমে খেলো ৷ কিন্তু, সেখানে অনেক খেলোয়াড় তাঁদের পরিবার এবং সন্তানদের নিয়ে এসেছিলেন ৷ আর করোনা সংক্রমণ হবে না, তা নিয়ে কেউ একশো শতাংশ নিশ্চিত ছিলেন না ৷ যদি, ম্যাচের মাঝে কোনও ক্রিকেটারের করোনা ধরা পড়ত তবে, তা সবচেয়ে খারাপ হত ৷’’