পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: রশিদ খানকে পুরস্কার দেওয়ার 'গুজব' খবরে সরব রতন টাটা - টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা

আফগানিস্তানের খেলোয়াড় রশিদ খানের জন্য কোনও পুরস্কার ঘোষণা করেননি তিনি ৷ পুরোটাই স্রেফ গুজব ৷ ঠিক এমনটাই জানিয়ে দিলেন রতন টাটা ৷

ICC World Cup 2023
রশিদ খানের জন্য কোনও পুরস্কার ঘোষণা করেননি রতন

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 5:33 PM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর: চলতি বিশ্বকাপে ভারতের মতোই পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে আফগানিস্তানও ৷ আর সেই ম্যাচের পর নাকি আফগান বোলার রশিদ খানকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন রতন টাটা ৷ সম্প্রতি সোশালে এই নিয়েই শুরু হয়ছিল প্রবল চর্চা ৷ সোমবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা ৷ তিনি জানালেন এটা পুরোটাই আসলে একটি জল্পনা ৷ এমন কোনও ঘোষণাই করা হয়নি ৷ কোনও ক্রিকেটার যেন এই গুজবে কান না দেন ৷

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের জয়ের কথা সকলেরই জানা ৷ ম্যাচ জয়ের পর রশিদ খান যেভাবে জয় উদযাপন করেন তা বেশ চর্চায় উঠে আসে ৷ কারণ ম্য়াচের পর জয় উদযাপনের সময় দেখা যায় তাঁর সঙ্গে রয়েছে ভারতীয় পতাকা ৷ এই কারণে তাঁকে আইসিসির পক্ষ থেকে 55 লক্ষ টাকা জরিমানাও করা হয় ৷ ঘটনাটি সামনে আসার পরই কিছু নেটিজেন সোশাল মিডিয়ায় এই নিয়ে বিভিন্ন পোস্ট করতে শুরু করেন ৷ কেউ কেউ এও লিখে দেন, রতন টাটা নাকি রশিদ খানকে 10 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ নানাক্ষেত্রে বিভিন্ন সমাজ কল্য়ানমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি ৷ তাই এই ঘটনা সামনে আসার পরও তা দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করে ৷

এবার তারই উত্তর দিলেন রতন টাটা ৷ এক্সে তিনি লেখেন, "আমি আইসিসি বা কোনও ক্রিকেটীয় প্রশাসনকে কোনও খেলোয়াড়ের জরিমানা নিয়ে পরামর্শ দিইনি ৷ আর কোনও খেলোয়াড়ের জন্য় পুরস্কারও ঘোষণা করিনি ৷ ক্রিকেটের সঙ্গে আমার কোনও সংযোগ নেই ৷ আমি কোনওরকম অফিসিয়াল ঘোষণা না করলে এই ধরনের গুজব বা হোয়াটসঅ্যাপে আসা খবরে বিশ্বাস করবেন না ৷"

আরও পড়ুন:কোহলির জন্মদিনে রবিবার 'বিরাট' আয়োজন ইডেনে, গাইবেন শিল্পা রাও

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে বেশ শক্তিশালী দল হিসাবে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছে আফগানিস্তান ৷ ইতিমধ্য়েই দু'টি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে তারা ৷ প্রথমে তাঁদের কাছে হারতে হয়েছে ইংল্যান্ডকে ৷ আর তারপর পাকিস্তানের বিরুদ্ধেও জয় পেয়েছে তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details