হায়দরাবাদ, 13 অক্টোবর: চলতি বিশ্বকাপে ভারতের মতোই পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে আফগানিস্তানও ৷ আর সেই ম্যাচের পর নাকি আফগান বোলার রশিদ খানকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন রতন টাটা ৷ সম্প্রতি সোশালে এই নিয়েই শুরু হয়ছিল প্রবল চর্চা ৷ সোমবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা ৷ তিনি জানালেন এটা পুরোটাই আসলে একটি জল্পনা ৷ এমন কোনও ঘোষণাই করা হয়নি ৷ কোনও ক্রিকেটার যেন এই গুজবে কান না দেন ৷
পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের জয়ের কথা সকলেরই জানা ৷ ম্যাচ জয়ের পর রশিদ খান যেভাবে জয় উদযাপন করেন তা বেশ চর্চায় উঠে আসে ৷ কারণ ম্য়াচের পর জয় উদযাপনের সময় দেখা যায় তাঁর সঙ্গে রয়েছে ভারতীয় পতাকা ৷ এই কারণে তাঁকে আইসিসির পক্ষ থেকে 55 লক্ষ টাকা জরিমানাও করা হয় ৷ ঘটনাটি সামনে আসার পরই কিছু নেটিজেন সোশাল মিডিয়ায় এই নিয়ে বিভিন্ন পোস্ট করতে শুরু করেন ৷ কেউ কেউ এও লিখে দেন, রতন টাটা নাকি রশিদ খানকে 10 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ নানাক্ষেত্রে বিভিন্ন সমাজ কল্য়ানমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি ৷ তাই এই ঘটনা সামনে আসার পরও তা দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করে ৷