পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rashid Khan on Taliban Fatwa: ‘মা’ প্রথম মাদ্রাসা, মেয়েদের উচ্চশিক্ষায় তালিবানি ফতোয়ার বিরোধিতা রাশিদ খানের - LetAfghanGirlsLearn

মেয়েদের উচ্চশিক্ষায় তালিবানি ফতোয়ার বিরোধিতায় সরব হয়েছেন আফগান ক্রিকেটার রাশিদ খান (Rashid Khan Opposes Taliban Fatwa on Girls Higher Education) ৷ এ নিয়ে সোশাল মিডিয়ায় পাস্তু ভাষায় একটি পোস্টও করেছেন তিনি ৷ সেখানে নারী তথা মা-কে প্রথম মাদ্রাসার সঙ্গে তুলনা করেছেন রাশিদ ৷

Rashid Khan Opposes Taliban Fatwa - Image Twitter
মেয়েদের উচ্চশিক্ষায় তালিবানি ফতোয়ার বিরোধিতা রাশিদ খানের

By

Published : Dec 21, 2022, 8:32 PM IST

কাবুল, 21 ডিসেম্বর: নারী শিক্ষায় তালিবানি ফতোয়া জারি হয়েছে ৷ 2021 সালের 14 অগস্ট আফগানিস্তানের (Afghanistan) দখল নেওয়ার পর তালিবান জানিয়েছিল, মেয়েদের শিক্ষা ও উচ্চশিক্ষায় কোনও নিষেধাজ্ঞা জারি করা হবে না ৷ কিন্তু, প্রায় দেড় বছরের মাথায় সেই প্রতিশ্রুতি থেকে সরে নিজেদের আসল চেহারা দেখিয়েছে তালিবান ৷ এ নিয়ে সরব হলেন আফগানিস্তানের ক্রিকেটার রাশিদ খান (Rashid Khan Opposes Taliban Fatwa on Girls Higher Education) ৷ নারী শিক্ষার স্বপক্ষে বলতে গিয়ে, ‘মা’-কে প্রথম মাদ্রাসা শিক্ষার সঙ্গে তুলনা করেছেন রাশিদ ৷

এদিন রাশিদ খান তাঁর টুইটারে পস্তু ভাষায় একটি পোস্ট করেছেন ৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘আল্লাহ বলেছেন, জ্ঞান অন্বেষণ প্রত্যেকের কর্তব্য ৷ এতে কোনও সন্দেহ নেই নারীদের নিয়েই সমাজের অর্ধেকটা ৷ আর নারীরাই সমাজের ভিত্তি ৷ তিনি সমস্ত জাতি (বর্ণ)-র শিক্ষক এবং পালক ৷ নারী (মা) প্রথম মাদ্রাসা যেখানে মানুষের ব্যক্তিত্বের গঠন ও বিকাশ হয় ৷ অতএব, যে সমাজ তাঁর সন্তানদের অজ্ঞ ও নিরক্ষর নারীদের হাতে ছেড়ে দিতে চাইছে, সেই সমাজের আগামী প্রজন্মের থেকে পরিশ্রম আশা করা যায় না ৷’’

প্রসঙ্গত, তালিবানরা প্রথম থেকেই ইসলামিক আইন অর্থাৎ শারিয়া মেনে আফগানিস্তানে শাসন করছিল ৷ এদিন একটি বৈঠকে তালিবান সরকার মেয়েদের উচ্চশিক্ষা সংক্রান্ত এই সিদ্ধান্ত গ্রহণ করেন ৷ এর পর উচ্চশিক্ষা মন্ত্রকের মুখপাত্রকে একটি চিঠি দেয় ৷ সেখানে নির্দেশ বলা হয়, সরকারের মুখপাত্র জিয়াউল্লাহ হাসমি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে যত দ্রুত সম্ভব এই তালিবান প্রশাসনের ফতোয়া কার্যকরের নির্দেশ দেন ৷

আরও পড়ুন:আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন না মেয়েরা, নয়া ফতোয়া তালিবানের

জিয়াউল্লাহ হাসমি সেই চিঠিটি টুইট করেন এবং একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে চিঠির বিষয়বস্তু জানান ৷ এরপর আর আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রকের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি, শারিয়া ফতোয়া জারি করে বলা হয়েছে, মহিলারা রাস্তায় বেরলে, মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে বেরতে হবে ৷ পার্ক ও জিমে ইতিমধ্যেই মহিলাদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আফগানিস্তানে ৷

তালিবানের এমন ফতোয়ার কড়া সমালোচনা করেছেন রাষ্ট্রসংঘের সাধারণ সচিব আন্তোনিও গুতেরেস । তাঁর মুখপাত্র বলেন, ‘‘ফের প্রতিশ্রুতি ভাঙল তালিবান ৷ এটা ভাবা যায় না, কীভাবে একটা দেশ উন্নতি করবে ? যেখানে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ নেই এবং মহিলারা শিক্ষা থেকে বঞ্চিত ৷ সাধারণ সচিব আন্তোনিও গুতেরেস এই খবরে গভীরভাবে আহত হয়েছেন ৷ তালিবানরা মহিলাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে ৷’’ এবার আফগান ক্রিকেটার রাশিদ খানও তালিবানি এই ফতোয়ার বিরোধিতায় সরব হয়েছেন ৷ আফগান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ নবিও তালিবানি ফতোয়ার বিরোধিতায় সরব হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details