কলকাতা, 18 জানুয়ারি: ব্যাটারদের তৈরি করা রানের ইমারতে বল হাতে জ্বলে উঠলেন আকাশদীপ ৷ লাহলিতে প্রথমে ব্যাটার এবং পরে বোলারদের দাপটে হরিয়ানার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা (Bengal in A Driving Seat Against Haryana) ৷ বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের একাই শেষ করলেন আকাশদীপ ৷ তাঁর 61 রান দিয়ে 5 উইকেটের দৌলতে হরিয়ানার প্রথম ইনিংস শেষ মাত্র 163 রানে ৷ প্রথম ইনিংসে 256 রানের লিড নিলেন মনোজ তিওয়ারিরা ৷ ঈশান পোড়েলের ঝুলিতে 2 উইকেট ৷ মুকেশ কুমার এবং প্রদীপ্ত প্রামাণিক 1টি করে উইকেট নিয়েছেন ৷
প্রথমদিনের শেষে বাংলা 6 উইকেট হারিয়ে 335 রান করেছিল ৷ অনুষ্টুপ মজুমদার 137 রানে নট-আউট ছিলেন ৷ সেখান থেকে আজ বাংলা 419 রানে অল-আউট হয় ৷ অনুষ্টুপ 145 রান করেন ৷ প্রদীপ্ত প্রামাণিক 37 রানে আউট হন ৷ প্রতিপক্ষের বড় ইনিংসের চাপ সামলাতে হরিয়ানা ইনিংসের শুরুটা সাবধানেই করেছিল ৷ কিন্তু, 42 রানে প্রথম উইকেট পড়ার পরেই হুড়মুড় করে ভেঙে পড়ে হরিয়ানার ইনিংস ৷ মাত্র তিরিশ ওভারের ব্যবধানে বাকি 9 উইকেট পড়ে যায় তাদের ৷ সুমিত কুমারের অপরাজিত 70 রানে হরিয়ানা দেড়শোর গণ্ডি টপকায় ৷ 52 ওভারে 163 রান করেছে হরিয়ানা ৷