ইসলামাবাদ, 12 জানুয়ারি :মাত্র কয়েকমাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক-বাহিনীর বিরুদ্ধে ভারতের অজেয় থাকার রেকর্ড ভেঙে দিয়েছিলেন বাবর আজমরা ৷ তারপর থেকেই ফের একবার ভারত-পাক ক্রিকেট যুদ্ধ দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা ৷ এর আগেও ভারত-পাক ম্যাচ আয়োজন নিয়ে ইতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছিল পিসিবি প্রধান রামিজ রাজাকে ৷ এবার ফের একবার চারদেশীয় টি-টোয়েন্টি মহাযুদ্ধের প্রস্তাব পেশ করলেন তিনি ৷ তাঁর ইচ্ছা, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটি চার দেশীয় সুপার সিরিজ আয়োজিত হোক ( PCB chief Ramiz Raja will propose ICC for a T20 Super Series with India, Australia and England)৷ আইসিসিকে এই নিয়ে একটি প্রস্তাব পেশ করবেন বলেও জানিয়েছেন তিনি ৷
মঙ্গলবার একটি টুইটে পাক ক্রিকেট ফ্যানেদের উদ্দেশে তিনি লেখেন, "বন্ধুরা, আইসিসির কাছে প্রস্তাব পেশ করব প্রতিবছর ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিয়ে একটি চারদেশীয় সুপার টি-টোয়েন্টি সিরিজের জন্য ৷ যা প্রতিবার এই চারদেশের মধ্যে কেউ একজন আয়োজন করবে ৷ " একইসঙ্গে এই টুইটে এই সিরিজের ব্যবসায়িক মডেল নিয়েও আলোচনা করেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন , সাধারণ মডেলের পাশাপাশি এটি একটি পরিবর্ত ব্যবসায়িক মডেল হয়ে উঠতে পারে ৷ যার বেশ খানিকটা অংশ পাবে আইসিসিও ৷