লাহোর, 15 মার্চ : টুর্নামেন্ট শুরু হতে বাকি আর দিনদশেক ৷ এমন সময় ওয়াঘার ওপার থেকে হুঁশিয়ারি ভেসে এল আইপিএলের জন্য ৷ কয়েক বছর পর পাকিস্তান সুপার লিগ ছেড়ে নাকি আইপিএল আর খেলতেই যাবেন না ক্রিকেটাররা ৷ হুঁশিয়ারির সুরে বিসিসিআইকে জানিয়ে রাখলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা (Pakistan Cricket Board Chairman Ramiz Raja threats IPL) ৷
কিন্তু কীভাবে সম্ভবপর সেটা ? পিসিবি চেয়ারম্যান জানান, সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে স্বতন্ত্র হতে হবে পিএসএলকে ৷ পাশাপাশি ড্রাফটের মাধ্যমে ক্রিকেটার কেনাবেচার রীতি পাল্টে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে চালু করতে হবে নিলাম পদ্ধতি ৷ তাহলেই পিএসএল আইপিএলকে টেক্কা দিতে পারে বলে মত রামিজের (Ramiz Raja wants to adopt auction model in PSL) ৷ সামনের মরশুম থেকেই পিএসএলে নিলাম চালু করা নিয়ে ইতিমধ্যে আলোচনাও এগিয়েছে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান ৷