পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

PCB Chairman Ramiz Raja : মসনদে নেই ইমরান, পাক ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়তে পারেন রামিজ রাজা - Ramiz Raja

ইমরান খানের অনুরোধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে এসেছিলেন ৷ সেই ইমরান সরতেই এবার রামিজ রাজার পদত্যাগের জল্পনা তুঙ্গে (Ramiz Raja Likely to Step Down As PCB Chairman After Imran Khan Ouster) ৷ একটি সূত্র মারফত জানা যাচ্ছে, দুবাইতে আইসিসি’র সভা থেকে ফিরেই চেয়ারম্যান পদে ইস্তফা দেবেন রামিজ রাজা ৷

Ramiz Raja Likely to Step Down As PCB Chairman After Imran Khan Ouster
Ramiz Raja Likely to Step Down As PCB Chairman After Imran Khan Ouster

By

Published : Apr 11, 2022, 9:51 AM IST

ইসলামাবাদ, 11 এপ্রিল : ইমরান খান গতিচ্যূত হতেই রামিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার জল্পনা ৷ পাক ক্রিকেট বোর্ড সূত্রে খবর, রামিজ রাজা খুব শীঘ্রই পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে পদত্যাগ করতে পারেন (Ramiz Raja Likely to Step Down As PCB Chairman After Imran Khan Ouster) ৷ জানা গিয়েছে, রবিবার হওয়া আইসিসি’র বৈঠকের কারণে তিনি এই মুহূর্তে দুবাইতে রয়েছেন ৷

এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘‘একমাত্র ইমরান খানের অনুরোধেই রামিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হতে রাজি হয়েছিলেন ৷ ইমরানের অধিনায়কত্বে খেলা পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের মত রামিজও একজন ৷ আর ইমরানের প্রতি তাঁর শ্রদ্ধার কারণে রামিজ ওই দায়িত্বভার গ্রহণ করেছিলেন ৷ ওই সূত্র এও জানিয়েছে, ‘‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার রামিজ টিভি-তে ধারাভাষ্যকার, সঞ্চালক এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে তাঁর কেরিয়ার তৈরি করেছিলেন এবং তাঁর কাজ নিয়েই ব্যস্ত ছিলেন ৷ কিন্তু, একমাত্র ইমরানের অনুরোধেই মিডিয়ার সঙ্গে তাঁর সব সম্পর্ক সরিয়ে রেখে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হন ৷’’ এমনকি রামিজ রাজা এই দায়িত্বভার নেওয়ার পর এও স্পষ্ট করে দিয়েছিলেন যে, ইমরান যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন তিনি বোর্ডের দায়িত্ব সামলাবেন ৷

আরও পড়ুন : All Time ICC ODI Batters Rankings : সচিনকে টপকে অলটাইম ওডিআই ব়্যাঙ্কিংয়ে 15 নম্বরে উঠে এলেন বাবর আজম

ফলে এ বার ইমরান খানের গতিচ্যূত হওয়ার পর রামিজ রাজার ওই পদ থেকে সরে যাওয়া হয়তো সময়ে অপেক্ষা ৷ কারণ, ইমরান পাকিস্তান ক্রিকেট বোর্ডে অন্যতম পৃষ্ঠপোষক ৷ তাঁর সিদ্ধান্তেই রামিজ রাজাকে সরাসরি পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয় এবং নিয়মরক্ষার নির্বাচন করা হয় ৷ ফলে ইমরান গতি হারানো পর হয়তো রামিজ রাজা আর চেয়ারম্যান পদের দায়িত্বে থাকবেন না ৷ যদি না নবনিযুক্ত প্রধানমন্ত্রী তাঁকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন ৷

প্রসঙ্গত, রামিজ রাজা বোর্ডের দায়িত্বভার নেওয়ার পর পাকিস্তান ক্রিকেটের খোলনলচে বদলে দিয়েছেন ৷ ঘরোয়া টুর্নামেন্ট থেকে ক্রিকেটারদের তুলে আনা ৷ ইমরানের কথায় মাত্র ছ’টি প্রাদেশিক দল নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট আয়োজন ৷ এমনকি ক্রিকেটারদের নিয়মশৃঙ্খলার মধ্যে বেঁধে রাখা সহ একাধিক পরিবর্তন করেছেন ৷ যার ফলও আন্তর্জাতিক মঞ্চে সাম্প্রতিককালে পেয়েছে পাকিস্তান ক্রিকেট ৷ ফলে রামিজ রাজা সত্যিই দায়িত্ব থেকে সরে গেলে, পাকিস্তান ক্রিকেট ফের ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details