ইসলামাবাদ, 11 এপ্রিল : ইমরান খান গতিচ্যূত হতেই রামিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার জল্পনা ৷ পাক ক্রিকেট বোর্ড সূত্রে খবর, রামিজ রাজা খুব শীঘ্রই পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে পদত্যাগ করতে পারেন (Ramiz Raja Likely to Step Down As PCB Chairman After Imran Khan Ouster) ৷ জানা গিয়েছে, রবিবার হওয়া আইসিসি’র বৈঠকের কারণে তিনি এই মুহূর্তে দুবাইতে রয়েছেন ৷
এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘‘একমাত্র ইমরান খানের অনুরোধেই রামিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হতে রাজি হয়েছিলেন ৷ ইমরানের অধিনায়কত্বে খেলা পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের মত রামিজও একজন ৷ আর ইমরানের প্রতি তাঁর শ্রদ্ধার কারণে রামিজ ওই দায়িত্বভার গ্রহণ করেছিলেন ৷ ওই সূত্র এও জানিয়েছে, ‘‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার রামিজ টিভি-তে ধারাভাষ্যকার, সঞ্চালক এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে তাঁর কেরিয়ার তৈরি করেছিলেন এবং তাঁর কাজ নিয়েই ব্যস্ত ছিলেন ৷ কিন্তু, একমাত্র ইমরানের অনুরোধেই মিডিয়ার সঙ্গে তাঁর সব সম্পর্ক সরিয়ে রেখে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হন ৷’’ এমনকি রামিজ রাজা এই দায়িত্বভার নেওয়ার পর এও স্পষ্ট করে দিয়েছিলেন যে, ইমরান যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন তিনি বোর্ডের দায়িত্ব সামলাবেন ৷