লাহোর, 13 সেপ্টেম্বর: ইজাজ বাটের পর ফের পাকিস্তান ক্রিকেট বোর্ডের মসনদে বসলেন আরও প্রাক্তন পাক ক্রিকেটার ৷ পিসিবির চেয়ারম্যান হলেন 1992 বিশ্বকাপজয়ী দলের সদস্য রামিজ রাজা ৷ তিন বছরের জন্য এই পদে নিযুক্ত হলেন প্রাক্তন পাক অধিনায়ক ৷
সোমবার সর্বসম্মতিভাবে রামিজকে চেয়ারম্যান নিযুক্ত করেন পিসিবির গভর্নিং বডির সদস্যরা ৷ 27 অগস্ট পাক প্রধানমন্ত্রী তথা পিসিবি প্যাট্রন-ইন-চিফ ইমরান খান রামিজ রাজা ও আসাদ আলি খানের নাম পরবর্তী পিসিবি চেয়ারম্যান পদে মনোনীত করেছিলেন ৷ কিন্তু এহসান মানির উত্তরসূরি হিসেবে রামিজ ছিলেন 1992 বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ইমরানের প্রথম পছন্দের ৷
পিসিবি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর রামিজ বলেন, "আমাকে পিসিবি চেয়ারম্যান পদে নিযুক্ত করায় সকলকে ধন্যবাদ ৷ আমি আপনাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ৷ মাঠে ও মাঠের বাইরে পাকিস্তানকে শক্তিশালী করাই হবে আমার উদ্দেশ্য ৷" এর আগে রামিজ 2003-04 সালে পিসিবির চিফ একজিকিউটিভের দায়িত্ব সামলেছিলেন ৷