পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ : কিউয়িদের বিরুদ্ধে ভুবির পরিবর্তে শার্দূলকে চাইছেন কোহলির ছোটবেলার কোচ - Shardul Thakur

দলের বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে লেগ কাটার, স্লোয়ার এবং স্লোয়ার বাউন্সারের প্রয়োজন ৷ একইসঙ্গে দলের পেস বিভাগের দুই স্তম্ভ জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে দ্রুত প্রথমদিকের উইকেট তুলে নিতে বলেছেন কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা ৷

IND vs NZ
কিউইদের বিরুদ্ধে ভুবির পরিবর্তে শার্দূলকে চাইছেন কোহলির ছোটবেলার কোচ

By

Published : Oct 31, 2021, 8:20 AM IST

Updated : Oct 31, 2021, 9:34 AM IST

নয়াদিল্লি, 31 অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে হেরে টিম ইন্ডিয়ার দল নির্বাচন নিয়ে বিস্তর প্রশ্ন উঠে গিয়েছে ৷ তাই বাবরদের বিরুদ্ধে কাঁধে চোট পাওয়া হার্দিক পান্ডিয়া-সহ একাধিক পরিবর্তনের সম্ভাবনা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷ এমতাবস্থায় অধিনায়ক বিরাটকে ছোট্ট পরামর্শ দিলেন তাঁর ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা ৷ বলা ভাল টিম ম্যানেজমেন্টকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্তা দিলেন ভারত অধিনায়কের ছোটবেলার কোচ ৷

ভুবনেশ্বর কুমার নয়, উইলিয়ামসনদের বিরুদ্ধে অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে খেলানোর বার্তা দিয়েছেন রাজকুমার শর্মা ৷ সংবাদসংস্থা এএনআই'কে কোহলির ছোটবেলার কোচ বলেছেন, "পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের বোলিং আক্রমণকে ভীষণই দুর্বল মনে হয়েছে ৷ তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের উচিৎ ভুবির (ভুবনেশ্বর কুমার) পরিবর্তে শার্দূল ঠাকুরকে দলে নিয়ে আসা ৷"

পাশাপাশি বোলিং আক্রমণে আরও একটি পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি ৷ বরুণ চক্রবর্তীকে সরিয়ে দলে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন রাজকুমার শর্মা ৷ তাঁর মতে, দলের বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে লেগ কাটার, স্লোয়ার এবং স্লোয়ার বাউন্সারের প্রয়োজন ৷ একইসঙ্গে দলের পেস বিভাগের দুই স্তম্ভ জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে দ্রুত প্রথমদিকের উইকেট তুলে নিতে বলেছেন কোহলির একসময়ের কোচ ৷

আরও পড়ুন :রবিবার 'কিউয়ি বধ' করতে মরিয়া বিরাটবাহিনী

পাকিস্তান ম্যাচে ছাত্রের অর্ধশতরানের ইনিংস নিয়ে রাজকুমার বললেন, "দুর্ভাগ্য আমরা ম্য়াচটা জিততে পারিনি ৷ তবে কোহলির এই ফর্ম ধরে রাখা জরুরি ৷" বিরাটের সঙ্গে লোকেশ রাহুল এবং রোহিত শর্মার সাহায্য পেলে কিউয়িদের বিরুদ্ধে বড় রান তুলবে ভারত ৷ মত তাঁর ৷ উল্লেখ্য, রবিবার টি-20 বিশ্বকাপে সুপার 12-র দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া ৷

Last Updated : Oct 31, 2021, 9:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details