পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

RR to Pay Tribute Warne : প্রথম আইপিএল জয়ের ভেন্যুতে শনিবার ওয়ার্নকে স্মরণ করবে রয়্যালসরা - RR beat CSK at DY Patil Stadium to lift the trophy in 2008

আগামী শনিবার মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের মধ্যে দিয়ে প্রথম আইপিএল জয়ী অধিনায়ক ওয়ার্নকে সম্মান জানাবে রয়্যালসরা (Rajasthan Royals to pay tribute to Shane Warne on Saturday) ৷

RR to Pay Tribute Warne
প্রথম আইপিএল জয়ের বর্ষপূর্তিতে ওয়ার্নকে শ্রদ্ধা জানাবে রয়্যালসরা

By

Published : Apr 27, 2022, 9:56 PM IST

মুম্বই, 27 এপ্রিল : প্রথম আইপিএলের সেরার তাজ উঠেছিল তাদেরই মাথায় ৷ 14 বছর আগে সেই খেতাব জয়ের প্রধান কান্ডারী প্রয়াত শেন কিথ ওয়ার্নকে শনিবারের ম্যাচে শ্রদ্ধা জানাবে রাজস্থান রয়্যালস পরিবার ৷ নামের পিছনে না-ছুটে আনকোরাদের নিয়ে তৈরি একটা দলকে শেন যেভাবে শীর্ষে নিয়ে গিয়েছিলেন, তা আজও রূপকথার মত অনুরাগীদের কাছে ৷ স্বভাবতই কিংবদন্তির অকাল বিদায় এখনও আচ্ছন্ন করে রেখেছে রয়্যালস ফ্র্যাঞ্চাইজিকে ৷ আগামী শনিবার মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের মধ্যে দিয়ে তাই আইপিএল জয়ী কোচ, অধিনায়ককে সম্মান জানাবে রয়্যালসরা (Rajasthan Royals to pay tribute to Shane Warne on Saturday) ৷

আগামী শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে রাজস্থান রয়্যালস ৷ উল্লেখ্য, 2008 প্রথম আইপিএল ফাইনালে মুম্বইয়ের এই স্টেডিয়ামেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে খেতাব জিতেছিল রাজস্থান (RR beat CSK at DY Patil Stadium to lift the trophy in 2008) ৷ তাই ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামকেই বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি ৷

এক প্রেস রিলিজে রয়্যালস জানিয়েছে, "ওয়ার্ন যে স্টেডিয়ামে আইপিএল ট্রফি হাতে তুলেছিলেন সেই স্টেডিয়ামে একত্রিত হয়েই তাঁর জীবনের নানান কীর্তি উদযাপন করতে চাই আমরা ৷" রয়্যালস ফ্র্যাঞ্চাইজি আরও জানিয়েছে, শনিবারের অনুষ্ঠান কোনওভাবেই শোকজ্ঞাপনের নয়, বরং ক্রিকেটে ওয়ার্নের সীমাহীন অবদানের জন্য তাঁকে কুর্নিশ জানাব আমরা ৷

আরও পড়ুন : বিপর্যয়েও দলের পাশে রোহিত, কঠিন সময় সঙ্গে থাকায় ধন্যবাদ অনুরাগীদের

রাজস্থানের এই বিশেষ অনুষ্ঠানের অংশীদার হবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিও এবং তাতে পূর্ণ সহযোগীতা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ রয়্যালস পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিংবদন্তির ভাই জেসন ওয়ার্ন তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেছেন ৷ শনিবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details