মুম্বই, 27 এপ্রিল : প্রথম আইপিএলের সেরার তাজ উঠেছিল তাদেরই মাথায় ৷ 14 বছর আগে সেই খেতাব জয়ের প্রধান কান্ডারী প্রয়াত শেন কিথ ওয়ার্নকে শনিবারের ম্যাচে শ্রদ্ধা জানাবে রাজস্থান রয়্যালস পরিবার ৷ নামের পিছনে না-ছুটে আনকোরাদের নিয়ে তৈরি একটা দলকে শেন যেভাবে শীর্ষে নিয়ে গিয়েছিলেন, তা আজও রূপকথার মত অনুরাগীদের কাছে ৷ স্বভাবতই কিংবদন্তির অকাল বিদায় এখনও আচ্ছন্ন করে রেখেছে রয়্যালস ফ্র্যাঞ্চাইজিকে ৷ আগামী শনিবার মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের মধ্যে দিয়ে তাই আইপিএল জয়ী কোচ, অধিনায়ককে সম্মান জানাবে রয়্যালসরা (Rajasthan Royals to pay tribute to Shane Warne on Saturday) ৷
আগামী শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে রাজস্থান রয়্যালস ৷ উল্লেখ্য, 2008 প্রথম আইপিএল ফাইনালে মুম্বইয়ের এই স্টেডিয়ামেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে খেতাব জিতেছিল রাজস্থান (RR beat CSK at DY Patil Stadium to lift the trophy in 2008) ৷ তাই ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামকেই বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি ৷