কলকাতা, 22 মে : লখনউ সুপার জায়ান্টসকে টপকে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে শেষ করেছে তারা ৷ মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে হারিয়ে দ্বিতীয়বার ফাইনাল খেলার সুযোগ রাজস্থান রয়্যালসের সামনে ৷ সেই ম্যাচ খেলতেই শনিবাসরীয় বিকেলে কলকাতার বিমান ধরেছিল সঞ্জু স্যামসন নেতৃত্বাধীন পুরো স্কোয়াড ৷ কলকাতা কানেকশনে মাঝ আকাশে আচমকাই কালবৈশাখীর কবলে পড়ে রয়্যালদের বিমান ৷ কী হল তারপর ? সেই অভিজ্ঞতাই রবিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিল তারা (Rajasthan Royals shared their scary experience to Kolkata from Mumbai) ৷
ভিডিয়োতে পরিষ্কার যে শেষ পর্যন্ত রয়্যালসের বিমান সুরক্ষিত অবস্থায় দমদম বিমানবন্দরের রানওয়ে ছুঁতে পারে ৷ তবে তার আগের ছবিটা নিঃসন্দেহে ভয়ঙ্কর ৷ এমনকী মাঝ আকাশে কালবৈশাখীর সম্মুখীন হয়ে রয়্যালদের বিমানের আলোও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ৷ তারই মধ্যে 'হাল্লা বোল' স্লোগান তোলেন ক্রিকেটাররা ৷ বাটলার-অশ্বিনদের রোমাঞ্চকর সেইসব অভিজ্ঞতা রবিবার সকালে শেয়ার করে নেওয়া হয় ফ্র্যাঞ্চাইজির মিডিয়া টিমের তরফে ৷