মুম্বই, 19 এপ্রিল : চলতি আইপিএলে এখনও পর্যন্ত সেরা ম্যাচটা হয়ে গেল সোমবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৷ বাটলারের বিস্ফোরক শতরান, ফিঞ্চ-শ্রেয়সের পালটা মার, চাহালের হ্যাটট্রিক ৷ মুম্বইয়ে রাজস্থান বনাম কলকাতা ম্যাচের পট পরিবর্তন হল মুহূর্তে-মুহূর্তে ৷ পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে নাইটরা হারল 7 রানে (RR beat KKR by 7 runs) ৷ অন্যদিকে থ্রিলার ম্যাচে বেগুনি শিবিরকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস ৷
দিল্লি এবং হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর এদিন জয়ের সরণিতে ফিরতে মরিয়া ছিল শাহরুখের দল ৷ টস জিতে গোলাপি শিবিরকে প্রথমে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক শ্রেয়স ৷ তবে জস বাটলারের ব্যাট শুরু থেকেই ব্যাকফুটে ঠেলে দেয় দু'বারের চ্যাম্পিয়নদের ৷ নাইট বোলারদের তুলোধনা করে মাত্র 59 বলে চলতি আইপিএলে দ্বিতীয় শতরানটি তুলে নেন ইংরেজ ব্যাটার (Jos Buttler hits second century in IPL 2022) ৷ 61 বলে 103 করে বাটলার যখন ডাগ-আউটে ফেরেন দলের রান তখন 16.4 ওভারে 183 ৷ শিমরন হেটমেয়ারের 13 বলে অপরাজিত 26 রান 5 উইকেট হারিয়ে রয়্যালসদের পৌঁছে দেয় 217 রানে ৷ অধিনায়ক স্যামসন খেলেন 19 বলে 38 রানের ঝোড়ো ইনিংস ৷