মেলবোর্ন, 22 অক্টোবর: রোহিত শর্মার (Rohit Sharma) ভারত গত বিশ্বকাপে হারের বদলা নিতে পারবে, নাকি আরও একবার বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের পর্যুদস্ত করবে পাকিস্তান ? ম্যাচের আগেরদিন যখন এইসব চিন্তা মাথায় ঘুরপাক খাওয়ার কথা তখন ভারত-পাক ক্রিকেট অনুরাগীরা ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে ডুবে ঘোর দুশ্চিন্তায় ৷
রবিবারের ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে বেশ কয়েকদিন আগে থেকেই আশঙ্কার বাণী শুনিয়ে আসছে অস্ট্রেলিয়ার হাওয়া অফিস ৷ বৃষ্টিতে ধুয়ে যাবে রোহিত -বাবরদের লড়াই, পূর্বাভাস এমনটাই ৷ ম্য়াচের আগেরদিন এসে সেই সম্ভাবনা সামান্য কমলেও আগামিকালের ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে ভালোমতোই (Rain threat still looms large over India-Pakistan clash) ৷
আবহাওয়া দফতর (Australia's Bureau of Meteorology) জানাচ্ছে, রবিবার ভারত-পাক মহারণ বৃষ্টিতে ধুয়ে যাওয়ার আশঙ্কা এখনও 70 শতাংশ ৷ আর বৃষ্টি না-হলেও মেলবোর্নের মেঘাচ্ছন্ন আকাশ ভ্রূকুটি বয়ে বেড়াবে সারাদিন ৷ ম্যাচের দিন সন্ধের দিকেই এই সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ পূর্বাভাসে বলা হয়েছে, ভারত-পাক মহারণের দিন ভিক্টোরিয়া প্রদেশে 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ৷