নয়াদিল্লি, 5 জুলাই : রাহুল দ্রাবিড়ের কোচিং অভিজ্ঞতা অসাধারণ বলে মনে করেন ভারতীয় ওপেনার পৃথ্বী শ ৷ আর খেলার পরিস্থিতি সম্পর্কে তাঁর জ্ঞান সবকিছুর উর্ধ্বে বলে জানিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা পৃথ্বী ৷ প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরের রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন ৷ যেখানে তিনটি একদিনের আন্তর্জাতিক এবং 3টি টি-20 ম্য়াচ খেলবে ভারত ৷ আগামী 13 জুলাই থেকে সেই সিরিজ শুরু হতে চলেছে ৷ 21 জুলাই থেকে শুরু হবে টি-20 সিরিজ ৷
শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন পৃথ্বী শ ৷ এর আগে অনুর্ধ্ব উনিশ এবং পরবর্তী সময়ে ভারতীয় এ দলের হয়ে দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছেন পৃথ্বী ৷ সেই অভিজ্ঞতা নিয়ে এক সংবাদপত্রকে পৃথ্বী শ বলেছেন, ‘‘রাহুল স্যারের তত্ত্বাবধানে খেলার একটা আলাদাই মজা রয়েছে ৷ তিনি আমাদের অনুর্ধ্ব উনিশ দলের কোচ ছিলেন ৷ তিনি যেভাবে কথা বলেন, যেভাবে তিনি তাঁর কোচিংয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন, তা এক কথায় অসাধারণ ৷ তিনি যখনই খেলা নিয়ে কথা বলেন, তখন বোঝা যায় তিনি কতটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ৷ তিনি ক্রিকেট সম্পর্কে সব জানেন ৷ আর তিনি যখন ম্যাচের পরিবেশ এবং সেখানে মানিয়ে নেওয়া নিয়ে বলেন, সেটা এক কথায় সবকিছুর উর্ধ্বে ৷’’