পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rahul Dravid visits Eden Gardens : তিলোত্তমায় পৌঁছেই ইডেনের বাইশ গজে 'দ্য ওয়াল' - Rahul Dravid at Eden

রবিবার ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই উন্মাদনার ঝড় উঠেছে শহর জুড়ে। শনির বিকেলে ইডেনে সেই উন্মাদনা আরও প্রশ্রয় পেল 'জেন্টলম্য়ান' দ্রাবিড়কে দেখে ৷ তবে এই উন্মাদনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রিয় ঘটনা শহরের বুকে না-ঘটে সেজন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশ।

Rahul Dravid visits Eden
তিলোত্তমা পৌঁছেই ইডেনের পিচ দেখে গেলেন দ্রাবিড়

By

Published : Nov 20, 2021, 7:16 PM IST

Updated : Nov 20, 2021, 8:10 PM IST

কলকাতা, 20 নভেম্বর : ক্রিকেটপ্রেমীরা বলে থাকেন ইডেনের 'বরপুত্র' তিনি ৷ দু'দশক আগে ক্রিকেটের স্বর্গোদ্য়ানে অস্ট্রেলিয়ার বিজয়রথ থেমেছিল তাঁর ব্য়াটেই ৷ ভিভিএস লক্ষ্মণের অপরাজিত 281 রানের পাশে রাহুল দ্রাবিড়ের 180 রানের ইনিংস আজীবন রয়ে যাবে ক্রিকেট অনুরাগীদের হৃদয়ে ৷ বিগত 20 বছরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল ৷ রাহুল দ্রাবিড় এখন ভারতীয় দলে কোচের হটসিটে ৷ সেদিনের টিম ইন্ডিয়ার অধিনায়ক তথা বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের শহরে রবিবার কোচ হিসেবে মাঠে নামছেন তিনি ৷

সিরিজের ফয়সালা হয়ে যাওয়ায় তাগিদটা কম থাকলেও রবিবারের ম্য়াচ ঘিরে ইডেনে টিকিটের হাহাকার কান পাতলেই শোনা যাচ্ছে । যার অন্য়তম কারণ কোচ রাহুল দ্রাবিড় ৷ দুপুরে শহরে পা দিলেও দু'দলের কোনও ক্রিকেটারই প্র্যাকটিসমুখো হননি। তবে দাদার শহরে পৌঁছে পিচের চরিত্র বুঝতে দ্রাবিড় চলে যান তাঁর পয়মন্ত মাঠে ৷ সঙ্গী ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর ৷ তবে সবকিছুই নিয়মের জাতাকলে বাঁধা।

ইডেনে ব্য়াটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে রাহুল দ্রাবিড়

রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই উন্মাদনার ঝড় উঠেছে শহর জুড়ে। শনির বিকেলে ইডেনে সেই উন্মাদনা আরও প্রশ্রয় পেল 'জেন্টলম্য়ান' দ্রাবিড়কে দেখে ৷ তবে এই উন্মাদনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রিয় ঘটনা শহরের বুকে না-ঘটে সেজন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রের খবর, ভারত-নিউজিল্যান্ড ম্য়াচ চলাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার একজন আধিকারিক। স্টেডিয়ামের ভিতর নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের পুলিশকর্মীরা।

আরও পড়ুন : একপেশে জয়ে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে নিল ভারত

এছাড়া ইডেনের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন চারজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অধিকারিক। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, স্ট্র্য়ান্ড রোড-সহ বাবুঘাটে রবিবার দুপুর 12 টা থেকে রাত 1টা পর্যন্ত সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে ৷ পাশাপাশি ময়দান, রবীন্দ্র সদন, এক্সাইড মোড় এবং রেড রোডে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

Last Updated : Nov 20, 2021, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details