পশ্চিমবঙ্গ

west bengal

Rahul Dravid : শ্রীলঙ্কাগামী ভারতীয় দলের কোচ রাহুল, জানিয়ে দিলেন সৌরভ

By

Published : Jun 15, 2021, 11:48 AM IST

2014 সালে ইংল্যান্ডে ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন রাহুল দ্রাবিড় ৷ বর্তমানে তিনি বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ৷ এছাড়া ভারতীয় এ দল ও অনূর্ধ্ব 19-এর ক্রিকেটের অগ্রগতির দিকেও নজর রাখেন মিস্টার ডিপেন্ডবল ৷

রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড়

মুম্বই, 15 জুন : রাহুল দ্রাবিড়ই হতে চলেছেন শ্রীলঙ্কাগামী ভারতীয় দলের কোচ ৷ আজ একথা নিশ্চিত করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ভারতের শ্রীলঙ্কা সফরের সময় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, বিরাট কোহলিদের টেস্ট দলে সঙ্গে ইংল্যান্ডে থাকবেন ৷ তাই শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ়ের জন্য ভারতীয় দলের দায়িত্বে থাকতে চলেছেন রাহুল দ্রাবিড় ৷

2014 সালে ইংল্যান্ডে ভারতীয় সিনিয়র দলের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন দ্রাবিড় ৷ বর্তমানে তিনি বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ৷ এছাড়া ভারতীয় এ দল ও অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটের অগ্রগতির দিকেও নজর রাখেন মিস্টার ডিপেন্ডবল ৷

আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি দেশের প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে জানান, ‘‘ভারতের শ্রীলঙ্কা সফরে কোচের গুরুদায়িত্ব পালন করতে চলেছেন রাহুল দ্রাবিড় ৷’’ এছাড়া আসন্ন টি -20 বিশ্বকাপে সরকারি কর ছাড়া নিয়েও কথা বলেন সৌরভ ৷ বলেন, ‘‘আমরা ভারত সরকারকে ট্যাক্সে ছাড় দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছি ৷ আমরা তাঁদের জবাবের জন্য অপেক্ষা করছি ৷ আমাদের হাতে এখনও সময় আছে ৷ শীঘ্রই বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ৷’’

আরও পড়ুন : WTC Final : কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার হতছানি

প্রসঙ্গত, কয়েক দিন আগেই শ্রীলঙ্কা সফরের জন্য দল নির্বাচন করে জাতীয় নির্বাচকরা ৷ 20 সদস্যের দলে জায়গা পান বেশ কয়েকজন নতুন ক্রিকেটার ৷ দলের অধিনায়ক নির্বাচিত হন শিখর ধাওয়ান ৷ সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভুবনেশ্বর কুমার ৷

ABOUT THE AUTHOR

...view details