মুম্বই, 16 অক্টোবর : শাস্ত্রী পরবর্তী জমানায় কে হবেন টিম ইন্ডিয়ার হেড কোচ তা নিয়ে জোর জল্পনা চলছিল ৷ বিরাট কোহলিদের হেড কোচের পদে বিসিসিআই থেকে আম ক্রিকেট প্রেমী সকলেরই পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড় ৷ অবশেষে ক্রিকেট অনুরাগীদের সেই বাসনা পূর্ণ হতে চলেছে ৷ সূত্রের খবর, জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার জন্য রাজি হয়েছেন দ্রাবিড় ৷ টি-20 বিশ্বকাপের পরই দায়িত্ব তুলে নেবেন দ্য ওয়াল ৷
তবে শোনা যাচ্ছিল, বিরাটদের কোচ হতে ইচ্ছুক নন দ্রাবিড় ৷ বরং দেশের ভবিষ্যৎ ক্রিকেটার গড়ার কাজেই মনোনিবেশ করতে চেয়েছিলেন তিনি ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টরের পদের জন্য ফের আবেদনের মধ্যে দ্রাবিড়ের সেই মনোভাব স্পষ্ট ছিল ৷ এদিকে শাস্ত্রীর উত্তরসূরী খোঁজ শুরু করলেও সেভাবে কাউকে বেছে নিতে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷ তালিকায় অনিল কুম্বলে, মাহেলা জয়বর্ধনের নাম উঠে এসেছিল ৷ তবে শেষ পর্যন্ত দ্রাবিড়ের কাছেই যাচ্ছে টিম ইন্ডিয়ার দায়িত্ব ৷ সংবাদ সংস্থাকে একটি সূত্র জানিয়েছে, বর্তমান জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান, টিম ইন্ডিয়ার কোচ হতে সম্মতি প্রকাশ করেছেন ৷
শুক্রবার ছিল দুবাইয়ে ছিল আইপিএলের ফাইনাল ৷ জানা গিয়েছে, দ্রাবিড়ের কোচ হওয়ার বিষয়টি নিয়ে রাতেই রাহুলের সঙ্গে বৈঠক হয় সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের ৷ বৈঠকে সৌরভদের প্রস্তাবে রাজি হয়ে যান দেশের এই কিংবদন্তি ব্যাটার ৷ একই রাতে আইপিএল 2021-এর চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার পাশাপাশি ভারতীয় দলও তার পরবর্তী কোচ পেয়ে গেল ৷
সংবাদ সংস্থাকে সূত্র জানিয়েছেন, "দ্রাবিড় রাজি হয়েছেন ৷ এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না ৷ আর অন্য পদগুলির মধ্যে বিক্রমই (বিক্রম রাঠৌর) ব্যাটিং কোচ হিসেবে থাকছেন ৷ ভারতীয় দলে এখন তারুণ্যের ছড়াছড়ি ৷ আর এই তরুণ ক্রিকেটাররা সবাই দ্রাবিড়ের তত্ত্বাবধানে অতীতে খেলেছেন ৷ ক্রিকেট মাঠে বিশ্বের সেরা দল হওয়ার পথে এটা খুব কাজে দেবে ৷" সূত্র আরও বলেছেন, "জয় ও সৌরভ দ্রাবিড়কে বসে রাজি করিয়েছেন ৷ এমনিতে বর্তমান ভারতীয় ক্রিকেট নিয়ে প্রতি দ্রাবিড় সবসময় উৎসাহিত ৷ তাঁর মতো একজনকে গাইড হিসেবে পেলে দলের ছেলেদের কাজটা আরও সহজ হয়ে উঠবে ৷"