মোহালি, 10 জানুয়ারি: ব্যক্তিগত কারণে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 আন্তর্জাতিকে খেলবেন না বিরাট কোহলি ৷ 14 মাস পর জাতীয় টি-20 দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর ৷ 2022 সালের নভেম্বর মাসে বিশ্বকাপ সেমিফাইনালে শেষবার আন্তর্জাতিক টি-20 খেলেছিলেন ৷ তারপর থেকে টি-20 ক্রিকটে থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি ৷ বুধবার মোহালিতে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ব্যক্তিগত কারণে কোহলি প্রথম টি-20 ম্যাচে নেই ৷
এর আগেও পারিবারিক কারণে বিশ্বকাপ এবং দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের আগে জরুরি ভিত্তিতে ছুটি চেয়ে নিয়েছিলেন বিরাট ৷ তবে, সেই দু’বার ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং খেলেছিলেন ৷ কিন্তু, এবার একেবারে ছুটি নিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, আগামিকাল 11 জানুয়ারি বিরাটের মেয়ে ভামিকার জন্মদিন ৷ এটি ভামিকার 3 বছরের জন্মদিন ৷ ফলে মনে করা হচ্ছে, ছোট্ট ভামিকার জন্মদিনে মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্যই এই ছুটি নিয়েছেন ৷ তবে, আগামিকাল তিনি ভারতের টি-20 জার্সিতে রোহিত শর্মা 14 মাস পর ফের অধিনায়কের ভূমিকায় নামছেন ৷ তাঁর সঙ্গে ওপেন করবেন যস্বশী জয়সওয়াল ৷
তবে, সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে চর্চার যে বিষয়, তা হল ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারের টি-20’র জাতীয় দল থেকে বাদ পড়া ৷ যেখানে ইটিভি ভারতকে বিসিসিআই-এর বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ সেক্ষেত্রে বর্তমান কয়েকজন তরুণ ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছে ৷ যেখানে সবার আগে ঈশান কিষাণের নাম রয়েছে ৷ উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফর থেকে পারিবারিক কারণে নাম তুলে নিয়েছিলেন ঈশান কিষাণ ৷ কিন্তু, তার পর তাঁকে বিভিন্ন টিভি-শো ও বিদেশে সময় কাটাতে যায় ৷
এর পর বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরোয়, শৃঙ্খলাভঙ্গ ও ঈশানের আচরণে ক্ষুব্ধ জাতীয় নির্বাচক কমিটি তাঁকে টি-20 দল থেকে বাদ দিয়েছে এবং ঘরোয়া টুর্নামেন্ট খেলতে নির্দেশ দিয়েছে, জাতীয় দলে ফেরার জন্য ৷ কিন্তু, এদিন সাংবাদিক বৈঠকে সেই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিলেন রাহুল দ্রাবিড় ৷ তিনি দাবি করলেন, "সংবাদ মাধ্যমের খবর সত্যি নয় ৷ ঈশান কিষাণ বিশ্রাম চেয়েছিল ৷ এখনও দলে নির্বাচনের জন্য ও উপলব্ধ নয় ৷ আর শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া হয়েছে, দলে অনেক ব্যাটার থাকায় ৷ এখানে শৃঙ্খলাভঙ্গের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এগুলি সব ভুয়ো খবর ৷"
আরও পড়ুন:
- জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি খেলা বাধ্যতামূলক করতে চলেছে বিসিসিআই
- 34-এ অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার স্টিভ স্মিথ, নিশ্চিত করলেন জর্জ বেইলি
- কেপটাউনের পিচ শুধুই 'অসন্তোষজনক', জানাল আইসিসি