বেঙ্গালুরু, 20 জুন :প্রথম দু'ম্যাচ হেরে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক সিনিয়র-হীন ভারতীয় দলের ৷ কিন্তু নির্ণায়ক ম্যাচে বৃষ্টি বাধ সাধায় ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের উত্তেজক টি-20 সিরিজ শেষ হল নিষ্ফলাই ৷ ঋষভ পন্থ, তেম্বা বাভুমা ট্রফি ভাগাভাগি করে নিলেও নিষ্ফলা সিরিজ থেকে ভারতের প্রাপ্তি অনেক ৷ আর সেই প্রাপ্তির তালিকায় প্রথম নামটা অবশ্যই সাঁইত্রিশের দীনেশ কার্তিক ৷ আইপিএলের পারফরম্যান্স দেখে তাঁকে কুড়ি-বিশের দলে ফিরিয়ে এনে নির্বাচকরা যে কোনও ভুল করেননি, সদ্য-সমাপ্ত সিরিজে সেটা বুঝিয়ে দিয়েছেন দক্ষিণী ক্রিকেটার ৷ আর সিরিজ শেষে আরসিবি ক্রিকেটারকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন দলের হেড কোচ রাহুল শারদ দ্রাবিড় ৷
সদ্যসমাপ্ত সিরিজে যে মানের ক্রিকেট উপহার দিয়েছে, তাতে চলতি বছর টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার দাবিদার হিসেবে নিজেকে তুলে এনেছে কার্তিক (Rahul Dravid says Dinesh Karthik knocking Very Hard On India Selection Door For T20 WC) ৷ সাফ জানালেন জাতীয় দলের কোচ ৷ সাংবাদিক সম্মেলনে কার্তিকের রাজকোটের ইনিংস নিয়ে বলতে গিয়ে দ্রাবিড় বলেন, "বিশেষ এক ব্যাটিং দক্ষতার কথা মাথায় রেখে দলে নেওয়া হয়েছিল ওকে (কার্তিক) ৷ রাজকোটে সেই মুন্সিয়ানাই দারুণভাবে কাজে লাগিয়েছে ও ৷ শেষ পাঁচ ওভারে দলের যখন প্রয়োজন ছিল তখনই নিজেকে মেলে ধরেছে কার্তিক ৷ ও আর হার্দিক দুরন্ত ব্যাটিং করল ৷"