মুম্বই, 19 অগস্ট : ভারতীয় দলের পরবর্তী হেড কোচ কে হবেন জানা নেই ৷ ফের রবি শাস্ত্রীই কোহলি অ্যান্ড কোং-এর দায়িত্বে থাকবেন নাকি নাকি বিরাটদের হেডস্যার হিসেবে দেখা যাবে কোনও নতুন মুখ, তা স্পষ্ট নয় ৷ তবে এই তালিকায় যে রাহুল দ্রাবিড় নেই তা স্পষ্ট ৷ এখনই বিরাট কোহলিদের কোচ হওয়ার ইচ্ছে নেই দ্রাবিড়ের ৷ বরং দেশের ভবিষ্যৎ ক্রিকেটার গড়ার কাজেই মনোনিবেশ করতে চান তিনি ৷ তাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টরের পদের জন্য ফের আবেদন করেছেন দ্রাবিড় ৷
আগামী নভেম্বরে সিনিয়র ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হওয়ার কথা ৷ শোনা যাচ্ছিল, রবি শাস্ত্রীকে সরিয়ে এবার সিনিয়র দলের দায়িত্ব নিতে পারেন রাহুল দ্রাবিড় ৷ বিশেষ করে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের পর সেই গুঞ্জন আরও প্রকট হয় ৷ বিরাট কোহলিদের সঙ্গে ইংল্যান্ড সফরে ছিলেন রবি শাস্ত্রী ৷ যে কারণে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ় খেলতে যাওয়া মেন ইন ব্লু টিমের সঙ্গে ছিলেন রাহুল দ্রাবিড় ৷ গুঞ্জন যাই হোক, দ্রাবিড়ের বিরাটদের কোচ হওয়ার আপাতত কোনও ইচ্ছে নেই ৷ ভারতীয় দলের সঙ্গে মাসখানেক শ্রীলঙ্কায় কাটিয়ে ফেরার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে ফের একবার আবেদন করেছেন তিনি ৷ ফলে সুরক্ষিত রইল শাস্ত্রীর চাকরি ৷