পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rahul Dravid after India Defeat: একাদশে অশ্বিন নেই কেন, এজবাস্টনে করুণ আত্মসমর্পণের পর কারণ দর্শালেন দ্রাবিড় - এজবাস্টনে করুণ আত্মসমর্পণের পর কারণ দর্শালেন দ্রাবিড়

কেন শার্দূল ঠাকুরের পরিবর্তে এজবাস্টনে প্রথম একাদশে ঠাঁই হল না রবিচন্দ্রন অশ্বিনের ৷ সমালোচনায় জর্জরিত ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় অভিজ্ঞ স্পিনারকে দলে না-নেওয়ার কারণ দর্শালেন ম্যাচ হারের পর (Rahul Dravid Opens Up On Decision To Not Pick Ashwin for Edgbaston test) ৷

Rahul Dravid after India Defeat
এজবাস্টনে করুণ আত্মসমর্পণের পর অশ্বিনের একাদশে না-থাকার কারণ দর্শালেন দ্রাবিড়

By

Published : Jul 5, 2022, 10:10 PM IST

বার্মিংহ্যাম, 5 জুলাই:সোমবার মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ম্যাচের রাশ পুরোপুরিভাবে ভারতের হাতেই ছিল ৷ তবে পরিস্থিতি বদলাতে শুরু করল চতুর্থদিন দ্বিতীয় সেশন থেকে ৷ অ্যালেক্স লিস এবং জ্যাক ক্রলির দেখানো পথে এজবাস্টনে ইংল্যান্ডকে ঐতিহাসিক জয় এনে দিলেন দুই শতরানকারী জো রুট এবং জনি বেয়ারস্টো ৷ চতুর্থ ইনিংসে ভারতীয় বোলাররা চূড়ান্ত ফ্লপ হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে টিম সিলেকশন নিয়ে ৷ কেন শার্দূল ঠাকুরের পরিবর্তে প্রথম একাদশে ঠাঁই হল না ফিঙ্গার স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ৷ সমালোচনায় জর্জরিত ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় অভিজ্ঞ স্পিনারকে দলে না-নেওয়ার কারণ দর্শালেন ম্যাচ হারের পর (Rahul Dravid Opens Up On Decision To Not Pick Ashwin for Edgbaston test) ৷

'দ্য ওয়াল' জানালেন, ম্যাচ শুরুর আগে পিচে যথেষ্ট পরিমাণ ঘাস দেখে চতুর্থ পেসার হিসেবে শার্দূল ঠাকুরকে দলে নেওয়া হয়েছিল ৷ এদিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, "অ্যাশের (অশ্বিন) মতো দক্ষ একজন স্পিনারকে বাদ দিয়ে টেস্টের দল নির্বাচন করা কখনোই সহজ নয় ৷ কিন্তু আমরা ম্যাচ শুরুর আগে পিচের চরিত্র বুঝতে আসি তখন পিচে যথেষ্ট পরিমাণে ঘাস ছিল ৷ আমাদের সকলের মনে হয়েছিল এই পিচ ফাস্ট বোলারদের সহায়ক হবে ৷"

আরও পড়ুন: রুট-বেয়ারস্টোর ব্যাটে এজবাস্টনে ঐতিহাসিক জয় ইংল্যান্ডের, সিরিজ জিততে ব্যর্থ ভারত

এমনকী এজবাস্টনের বাইশ গজে যে বল ঘোরেনি, সে কথাও ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে স্মরণ করিয়ে দিয়েছেন দ্রাবিড় ৷ তাঁর কথায়, "পঞ্চমদিনে এসে মনে হচ্ছে যে হাতে বাড়তি একজন স্পিনার থাকলে ভালো হত, কিন্তু শেষদিনে এসেও উইকেট ভাঙেনি যেটা আমরা অল্প হলেও প্রত্যাশা করেছিলাম ৷ তাই অতিরিক্ত স্পিনার খেলানোর যুক্তি এখানে খাটে না ৷ তাই প্রতিপক্ষ ভালো খেলেছে এবং আমরা চতুর্থ ইনিংসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details