মুম্বই, 26 অক্টোবর : বিরাট কোহলি ও রোহিত শর্মাদের 'হেডস্যার' হওয়ার প্রথম পদক্ষেপ নিলেন ফেললেন রাহুল শরদ দ্রাবিড় ৷ মঙ্গলবার বিসিসিআই-এর দেওয়ার প্রধান কোচের আবেদনের বিজ্ঞপ্তির শেষ তারিখে টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদে আবেদন করলেন 'দ্য ওয়াল' ৷ আর রাহুলের ছেড়ে যাওয়া পদে অর্থাৎ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর পদে সম্ভবত আসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ ৷
সম্ভাবনা ছিলই, শেষ পর্যন্ত সত্যি হল ৷ তবে আর অন্তবর্তীকালীন নয়, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার জন্য আসল কাজটাই সেরে ফেললেন 'মিস্টার ডিপেন্ডেবল' ৷ অর্থাৎ 'মেন ইন ব্লু'- ব্লুর প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর জুতোয় দ্রাবিড়ের পা-গলানো এবার শুধু সময়ের অপেক্ষা ৷
সংবাদসংস্থা পিটিআই-কে বোর্ডের সিনিয়র কর্তা জানিয়েছেন, রাহুল দ্রাবিড় বোর্ডের দেওয়ার আবেদের বিজ্ঞপ্তির শেষ দিকে টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদে আবেদন করেছেন ৷ ইতিমধ্যেই বোলিং কোচ হিসেবে পরস মামরে এবং ফিল্ডিং কোচ হিসেবে অভয় শর্মা আবেদন করেছে ৷ তবে দ্রাবিড়ের আবেদন কেবলমাত্র নিয়মমাফিক ৷ চলতি জুলাইয়ে শ্রীলঙ্কার সফরে টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব সামলেছেন দ্রাবিড় ৷ তবে অতীতে তাঁর কোচিংয় ভারতীয় অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷