পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rahul Dravid on Selections: এনসিএ’তে থাকা সিনিয়র প্লেয়ারদের নিয়ে নিশ্চিত নয় দল, ভয়ংকর দাবি রাহুলের

Rahul Dravid Explains Team India Selection: কেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বেশি করে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে ? যেখানে আর 2 মাস পরেই বিশ্বকাপ ৷ দ্বিতীয় ওয়ান ডে-তে হারের পর সেই কারণ ব্যাখ্যা করলেন কোচ রাহুল দ্রাবিড় ৷

By

Published : Jul 30, 2023, 2:28 PM IST

Rahul Dravid on Selections ETV BHARAT
Rahul Dravid on Selections

বার্বাডোজ, 30 জুলাই: ঘরের মাঠে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 2 মাস সময় বাকি ৷ কিন্তু, এখনও একাধিক ক্রিকেটারের ফিটনেস নিয়ে কোনও নিশ্চিত তথ্য নেই টিম ম্যানেজমেন্টের হাতে ৷ শনিবার বার্বাডোজে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারের পর কোচ রাহুল দ্রাবিড়ের বক্তব্যে সেটাই ফুটে উঠল ৷ এনসিএ-তে চোট গ্রস্ত ক্রিকেটারদের বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ অবস্থায় পাবেন কি না, তা নিয়ে নিশ্চিত নন রাহুল ৷ তাই এই সিরিজে বাকিদের সুযোগ দিয়ে তৈরি করে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট ৷ এদিন বিসিসিআই টিভি-তে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলতে শোনা গেল ভারতীয় দলের হেড কোচকে ৷

অক্টোবর মাস থেকে ঘরের মাঠে 50 ওভারের বিশ্বকাপ খেলতে নামবে ভারত ৷ চেনা পরিবেশে তৃতীয়বার বিশ্বকাপ ঘরে তোলার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে ৷ কিন্তু, কীভাবে সম্ভব হবে সেটা ? কারণ, জসপ্রীত বুমরা, কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারের মতো সিনিয়র ক্রিকেটার আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, তা নিয়ে নিশ্চিত নন কোচ রাহুল দ্রাবিড় ৷ সেই কারণেই শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাইরে রেখে হার্দিকের নেতৃত্বে নতুনদের সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷

দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের কথায়, ‘‘আমরা অন্যান্যদের সুযোগ দিচ্ছি ৷ এর কারণ খুব খারাপ পরিস্থিতি তৈরি হলে, যাতে তাঁরা ম্যাচ প্রস্তুতির মধ্যে থাকতে পারেন ৷ ফলে আমরা প্রয়োজন মতো প্লেয়ারদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারব ৷ আর এশিয়া কাপের আগে এই সিরিজে মাত্র তিনটে ম্যাচ হাতে পাচ্ছি প্রস্তুতির জন্য ৷ তাই এখানে বিরাট বা রোহিতকে খেলালে আমরা দলের পরিস্থিতি নিয়ে কোনও জবাব পাব না ৷’’

আরও পড়ুন:অবসরে ব্রড, অ্যাসেজের মাঝেই আচমকা ঘোষণা 'থ্রি লায়ন্স' তারকার

এর পরেই রাহুল দ্রাবিড় বলেন, ‘‘আর এনসিএ-তে যে চোটগ্রস্ত ক্রিকেটাররা রয়েছেন এবং তাঁদের নিয়ে অনিশ্চয়তা রয়েছে ৷ সেই পরিস্থিতিতে আমরা অন্য প্লেয়ারদের সুযোগ দিতে চাইছি ৷ যাতে প্রয়োজন পড়লে আমরা তাঁদের খেলাতে পারি ৷’’ রাহুলের এই বক্তব্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদি, এশিয়া কাপের আগে এনসিএ-তে থাকা ক্রিকেটারদের চোট নিয়ে এখনও অনিশ্চয়তা থাকে ৷ তাহলে বিশ্বকাপের আগে সেই ক্রিকেটাররা ফিট হয়ে দলে আসবেন, তার কী নিশ্চয়তা রয়েছে ?

আইসিসি-র নিয়ম অনুযায়ী আগামী মাসের মধ্যে বিশ্বকাপের জন্য 15 জনের প্রাথমিক দল বাছাই করতে হবে ৷ সেখানে যে সকল সিনিয়র ক্রিকেটার এনসিএ-তে রয়েছেন, তাঁদের বিশ্বকাপের দলে রাখা সম্ভব হবে কী ? যদি রাখা হয়, সেক্ষেত্রে ফিট সার্টিফিকেট নিয়েই তাঁরা সরাসরি ভারতের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে নামবেন ! তাও আবার কোনও ম্যাচ প্র্যাকটিস ছাড়াই ? এমন একাধিক প্রশ্ন বিশ্বকাপের আগে ভারতীয় দল নিয়ে উঠতে শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details