নয়াদিল্লি, 10 মে : নির্বাচনমুখী হিমাচল প্রদেশে চলতি সপ্তাহে নাকি বিজেপি যুব মোর্চার সভায় যোগ দিচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর জাতীয় দলের হেড কোচের গেরুয়া শিবিরে যোগদানের জোরাল জল্পনা তৈরি করেছিল ৷ কিন্তু সব জল্পনা ওড়ালেন 'দ্য ওয়াল' নিজেই ৷ জানালেন যুব মোর্চার কোনও সভায় তিনি অংশ নিচ্ছেন না (Rahul Dravid dismisses report of attending BJP Yuva Morcha meeting) ৷ তাঁর বিজেপিতে যোগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ৷
আগামী 12-15 মে ধরমশালায় বিজেপি যুব মোর্চার জাতীয় ওয়ার্কিং কমিটির সভায় যোগ দিচ্ছেন রাহুল শারদ দ্রাবিড় ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দ্রাবিড়ের বিজেপি যোগদানের সম্ভাবনা উসকে দেয় ব্যাপকভাবে ৷ শুধু তাই নয়, ধরমশালার বিধায়ক বিশাল নেহরিয়াও স্বীকার করে নেন খবরের সত্যতা ৷ যুব মোর্চার সভা থেকে কোহলি-রোহিতদের কোচ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুবদের বার্তা দেবেন বলে জানান ধরমশালার বিধায়ক ৷