পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মেন ইন ব্লু-র দায়িত্বে এবার দ্য ওয়াল ? - রাহুল দ্রাবিড়

ভারতীয় দল যখন ইংল্যান্ডে থাকবে ঠিক তখনই জুলাই মাসে শ্রীলঙ্কায় সীমিত ওভারের ক্রিকেট খেলতে যাবে আরও একটি ভারতীয় দল ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে সেই দলের কোচ কে হবেন ৷ কারণ সিনিয়র দলের কোচ রবি শাস্ত্রী তখন বিরাট কোহলিদের সঙ্গে ইংল্যান্ডে থাকবেন ৷

rahul dravid
rahul dravid

By

Published : May 11, 2021, 8:11 PM IST

মুম্বই, 11 মে : নিজের খেলোয়াড়ি জীবনে বহুবার দলকে বিপদ থেকে রক্ষা করেছেন ৷ প্রয়োজনের সময় ঢাল হয়ে দাঁড়িয়েছেন দ্য ওয়াল রাহুল দ্রাবিড় ৷ পরে ভারতীয় এ ও জুনিয়র দলের কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ৷ তাঁর তত্ত্বাবধানে দেশ জিতেছে বিশ্বকাপ ৷ সেই রাহুল দ্রাবিড় নাকি ভারতীয় দলের কোচ হতে চলেছেন ৷ ভারতীয় দলের অন্দরমহল থেকে তেমনই খবর ভেসে আসছে ৷ যা দেখে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, তাহলে কী ভারতীয় দলে শেষ হতে চলেছে শাস্ত্রী জমানা ?

তবে ব্যাপারটা মোটেও সে রকম নয় ৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য 2 জুন ইংল্যান্ড যাচ্ছে ভারতীয় দল ৷ এরপর অগাষ্ট থেকে শুরু হচ্ছে জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ ৷ ভারতীয় দল যখন ইংল্যান্ডে থাকবে ঠিক তখনই জুলাই মাসে শ্রীলঙ্কায় সীমিত ওভারের ক্রিকেট খেলতে যাবে আরও একটি ভারতীয় দল ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে সেই দলের কোচ কে হবেন ৷ কারণ সিনিয়র দলের কোচ রবি শাস্ত্রী তখন বিরাট কোহলিদের সঙ্গে ইংল্যান্ডে থাকবেন ৷ এই পরিস্থিতিতে ফের একবার মিস্টার ডিপেন্ডেবলের উপর ভরসা করতে চলেছে বিসিসিআই ৷ সূত্রের খবর, লঙ্কা সফরে মেন ইন ব্লু-র সঙ্গে কোচ হিসেবে যাবেন রাহুল দ্রাবিড় ৷ তাঁর সঙ্গে থাকবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বেশ কয়েকজন ৷

আরও পড়ুন : ফের আইপিএল হলে অংশ নিতে পারবেন না ব্রিটিশ ক্রিকেটাররা : ইসিবি

ইংল্যান্ড যাচ্ছেন না এমন ক্রিকেটারদের রাখা হচ্ছে শ্রীলঙ্কা সফরে ৷ এই সফরে তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক টি-20 সিরিজ খেলবে ভারত ৷ বিসিসিআই এখনও স্কোয়াড ঘোষণা করেনি ৷ তবে শিখর ধাওয়ান, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, নবদীপ সাইনিরা টিমে থাকতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details