বেঙ্গালুরু, 4 নভেম্বর: পাকিস্তানের বিরুদ্ধে চালকের আসনে নিউজিল্যান্ড ৷ বাবর আজমদের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন বাঁ-হাতি কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র ৷ তিনিই প্রথম কোনও নিউজিল্যান্ড ক্রিকেটার যিনি বিশ্বকাপের মঞ্চে তিনটি সেঞ্চুরি করলেন ৷ শনিবার বেঙ্গালুরুর মাঠে 94 বলে 108 রানের ইনিংস খেলেন রাচিন ৷ তাঁর এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড বড় রান তোলার দিকে এগোচ্ছে ৷
এদিন ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করতে নেমে রাচিন রবীন্দ্র শুরুটা কিছুটা ধীরেই করেছিলেন ৷ কিন্তু, ক্রিজে জমে যেতেই হাত খোলেন বাঁ-হাতি এই ব্যাটার ৷ প্রথম উইকেটে 68 রান এবং পরে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে 180 রানের পার্টনারশিপ করেন ৷ রাচিনের এটাই প্রথম বিশ্বকাপ ৷ আর প্রথম বিশ্বকাপেই নিজের ব্যাটিং পারফরম্যান্সে প্রথম একাদশে জায়গা পাকা করে নিয়েছেন তেইশের যুবক ৷ এই বিশ্বকাপেই আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন ৷ এবার এই মঞ্চেই তাবড় কিউয়ি ব্যাটারদের রেকর্ড ছাপিয়ে গেলেন রাচিন রবীন্দ্র ৷
আরও পড়ুন:সত্যিটা হজম করা কঠিন, বিশ্বকাপ থেকে ছিটকে হতাশ হার্দিক