পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি, ফ্লেমিং-স্টাইরিশদের টপকে ইতিহাসে রবীন্দ্র

Rachin Ravindra Gets 3rd World Cup Century: 2023 ক্রিকেট বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি করলেন বাঁ-হাতি নিউজিল্যান্ড ওপেনার রাচিন রবীন্দ্র ৷ শুধু সেঞ্চুরি করলেন না, প্রথম কোনও কিউয়ি ব্যাটার যিনি বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করার নজির গড়লেন ৷

Image Courtesy: ICC Cricket World Cup X
Image Courtesy: ICC Cricket World Cup X

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 3:02 PM IST

বেঙ্গালুরু, 4 নভেম্বর: পাকিস্তানের বিরুদ্ধে চালকের আসনে নিউজিল্যান্ড ৷ বাবর আজমদের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন বাঁ-হাতি কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র ৷ তিনিই প্রথম কোনও নিউজিল্যান্ড ক্রিকেটার যিনি বিশ্বকাপের মঞ্চে তিনটি সেঞ্চুরি করলেন ৷ শনিবার বেঙ্গালুরুর মাঠে 94 বলে 108 রানের ইনিংস খেলেন রাচিন ৷ তাঁর এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড বড় রান তোলার দিকে এগোচ্ছে ৷

এদিন ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করতে নেমে রাচিন রবীন্দ্র শুরুটা কিছুটা ধীরেই করেছিলেন ৷ কিন্তু, ক্রিজে জমে যেতেই হাত খোলেন বাঁ-হাতি এই ব্যাটার ৷ প্রথম উইকেটে 68 রান এবং পরে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে 180 রানের পার্টনারশিপ করেন ৷ রাচিনের এটাই প্রথম বিশ্বকাপ ৷ আর প্রথম বিশ্বকাপেই নিজের ব্যাটিং পারফরম্যান্সে প্রথম একাদশে জায়গা পাকা করে নিয়েছেন তেইশের যুবক ৷ এই বিশ্বকাপেই আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন ৷ এবার এই মঞ্চেই তাবড় কিউয়ি ব্যাটারদের রেকর্ড ছাপিয়ে গেলেন রাচিন রবীন্দ্র ৷

আরও পড়ুন:সত্যিটা হজম করা কঠিন, বিশ্বকাপ থেকে ছিটকে হতাশ হার্দিক

প্রথম নিউজিল্যান্ড ব্যাটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে তিনটি সেঞ্চুরি করলেন তিনি ৷ এতদিন কিউয়ি জার্সিতে গ্লেন টার্নার, স্টিফেন ফ্লেমিং, স্কট স্টাইরিশ, মার্টিন গাপতিলরা সর্বোচ্চ 2টি সেঞ্চুরি করেছিলেন বিশ্বকাপে ৷ সেই রেকর্ড ভেঙে এবার একনম্বরে ভারতীয় বংশোদ্ভুত এই কিউয়ি ক্রিকেটার ৷ উল্লেখ্য, এই বিশ্বকাপে মূলত বাঁ-হাতি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ করেছিলেন রাচিন ৷

আরও পড়ুন:বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক, প্রোটিয়া ম্যাচের আগে চাপ বাড়ল রোহিতের

কিন্তু, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তাঁকে ওপেন করায় টিম ম্যানেজমেন্ট ৷ সেখানে একটি সেঞ্চুরি ইনিংস উপহার দেওয়ায় রাচিনকে ওপেনিংয়ে প্রোমোট করা হয় ৷ আর প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে জায়গা পাকা করে ফেলেন রাচিন রবীন্দ্র ৷ এদিন বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের একটি রেকর্ডও ভেঙেছেন রাচিন ৷ মাত্র 24 বছর বয়সে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছেন ৷ মাত্র 24 বছরে একমাত্র সচিনের নামে সর্বোচ্চ 2টি সেঞ্চুরির করার রেকর্ড ছিল ৷ এ দিন তিননম্বর সেঞ্চুরি করে সেটিও ভেঙে দিলেন রাচিন ৷

ABOUT THE AUTHOR

...view details