পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: অপ্রতিরোধ্য ডি’কক, দুরন্ত শতরানে সৌরভকে টপকালেন কুইনি - দুরন্ত শতরানে সৌরভকে টপকালেন কুইনি

এক বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির নজির রোহিত শর্মার ৷ 2019 বিশ্বকাপে হিটম্যান হাঁকিয়েছিলেন 5টি শতরান ৷ 2015 বিশ্বকাপে 4টি শতরান করেছিলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা ৷ এদিন দ্বীপরাষ্ট্রের কিংবদন্তিকে ছুঁয়ে ফেললেন কুইনি ৷ সেই সঙ্গে টপকে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 5:08 PM IST

Updated : Nov 1, 2023, 6:15 PM IST

পুনে, 1 নভেম্বর: 7টি ম্যাচ, 4টি শতরান ৷ বিশ্বকাপ যত এগোচ্ছে ততই ভয়ংকর হয়ে উঠছেন কুইন্টন ডি’কক ৷ চলতি বিশ্বকাপে চতুর্থবার তিন অঙ্কের গন্ডি টপকালেন প্রোটিয়াদের স্টাম্পার-ব্যাটার ৷ একটি বিশ্বকাপে সেঞ্চুরির নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে ছুঁয়ে ফেললেন কুমার সঙ্গকারাকে ৷ শুধু সেঞ্চুরিই নয়, চলতি বিশ্বকাপে রানের নিরিখেও এক নম্বরে রয়েছেন ডি’কক ৷

এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির নজির রোহিত শর্মার ৷ 2019 বিশ্বকাপে হিটম্যান হাঁকিয়েছিলেন 5টি শতরান ৷ 2015 বিশ্বকাপে 4টি শতরান করেছিলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা ৷ 3টি শতরানের নজির ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় (2003 বিশ্বকাপ), ম্যাথু হেডেন (2007 বিশ্বকাপ) ও মার্ক ওয়া (1996 বিশ্বকাপ) ৷ এদিন শতরানে সৌরভদের টপকে গেলেন ডি’কক ৷ সামনে রইলেন একমাত্র রোহিত ৷ গ্রুপ লিগে প্রোটিয়াদের বাকি এখনও 2টি ম্যাচ ৷ ফলে কুইনির সামনে রেকর্ডের দরজা এখনও খোলা ৷

আরও পড়ুন:

এদিন সেঞ্চুরির সংখ্যার নিরিখে সঙ্গকারাকে ছুঁলেও এক বিশ্বকাপে মোট রানের নিরিখে শ্রীলঙ্কান স্টাম্পার-ব্যাটারকে ছাপিয়ে গিয়েছেন ডি’কক ৷ 2015 বিশ্বকাপে 541 রান করেছিলেন সঙ্গা ৷ এদিন কুইন্টন ফেরেন 116 বলে 114 রান করে ৷ দুর্দান্ত ইনিংস সাজানো 3টি ছয় ও 10টি চারে ৷ এই সেঞ্চুরির পর চলতি বিশ্বকাপের 7টি ম্যাচে কুইনির রানসংখ্যা গিয়ে দাঁড়াল 545 রানে ৷ সঙ্গকারাকে টপকে সর্বোচ্চ রানের তালিকায় উঠে এলেন 10 নম্বরে ৷

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড সচিন তেন্ডুলকরের ৷ 2003 বিশ্বকাপে 673 রান করেছিলেন লিটল মাস্টার ৷ কিংবদন্তিকে টপকাতে আর 129 রান লাগবে ডি’ককের, হাতে রয়েছে দু’টি ম্যাচ ৷ যে ফর্মে রয়েছেন, তাতে প্রোটিয়া ওপেনার সচিনকে টপকে গেলেও আশ্চর্যের কিছু থাকবে না ৷

Last Updated : Nov 1, 2023, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details