মুম্বই, 14 মে : জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোনের মারকাটারি ব্যাটিংয়ে উপযুক্ত সঙ্গত কাগিসো রাবাদা, অর্শদীপ সিংদের ৷ সবমিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফ যাত্রায় ভেসে রইল পঞ্জাব কিংস ৷ শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রীতি জিন্টার দল জিতল 54 রানে (Punjab Kings demolish RCB by 54 runs) ৷ অন্যদিকে টানা দু'ম্যাচ জিতে ফের হারের ফলে বিরাট কোহলিদের প্লে-অফ ভবিষ্যত প্রশ্নচিহ্নের মুখে ৷ কারণ, এদিন বড় ব্যবধানে জয়ে পঞ্জাবের ইতিবাচক রান-রেটে পৌঁছে যাওয়ার বিষয়টি লাস্ট ল্যাপে এসে নির্ণায়ক হয়ে উঠতে পারে ৷ তেমনই নেতিবাচক নেট রান-রেট দুশ্চিন্তার কারণ হতে পারে আরসিবি-র ৷
টস জিতে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এদিন পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ৷ কিন্তু তাঁর সেই সিদ্ধান্তকে খানিক ভুল প্রমাণ করে মারমুখী হয়ে ওঠেন পঞ্জাবের দুই ওপেনার ৷ শিখর ধাওয়ানের ইনিংস 21 রানের বেশি লম্বা না হলেও বিপক্ষ বোলারদের প্রতি নির্দয় ছিলেন বেয়ারস্টো ৷ মাত্র 21 বলে অর্ধশতরান পূর্ণ করেন ইংরেজ ব্যাটার ৷ 29 বলে 66 রানে আউট হলেও দলের বড় রানের ভিত গড়ে দেন তিনিই (Jonny Bairstow scored 66 runs from just 29 balls) ৷ এদিন বেয়ারস্টোর ইনিংসে ছিল 4টি চার, 7টি ছয় ৷