মুম্বই, 28 মার্চ : ডি'ভিলিয়ার্স নেই ৷ আরসিবিকে ভরসা জোগালেন আরেক প্রোটিয়া ক্রিকেটার ৷ বিরাট কোহলির জুতোয় পা গলিয়েছেন ফ্যাফ ডু'প্লেসি ৷ তবে ব্যাটার হিসেবে সফল হলেও নেতৃত্বের অভিষেক খুব একটা সুখকর হল না সিএসকে-র প্রাক্তনীর জন্য ৷ স্কোরবোর্ডে 205 রান তুলেও পঞ্জাবের কাছে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 5 উইকেটে ম্যাচ জিতে নিল ময়াঙ্কের দল (Punjab Kings beat Royal Challengers Bangalore) ৷
কোনও ব্যাটারের হাত থেকেই সে অর্থে কোনও বড় রান আসেনি ৷ দলগত লড়াইয়েই শেষ হাসি হেসেছে প্রীতি জিন্টার দল ৷ অভিষেক ম্যাচে প্রথম বলে প্যাভিলিয়নে ফেরা রাজ বাওয়া ছাড়া মারকাটারি ইনিংস খেললেন প্রত্যেক ব্যাটারই ৷ প্রথম উইকেটে 71 রান তুলে জয়ের ভিত তৈরি করেছিল ময়াঙ্ক-শিখরের জুটি ৷ সেই কাজটাই শেষ করেন শাহরুখ খান, ওডেন স্মিথরা ৷ তিন নম্বরে নেমে বিধ্বংসী ইনিংস (22 বলে 43) খেলেন ভানুকা রাজাপক্ষও ৷ মাঝে পরপর ভানুকা, রাজ বাওয়াকে ফিরিয়ে ম্যাচের রাশ আরসিবির দিকে ঘুরিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ যদিও 19তম ওভারে সিরাজকেই তুলোধনা করলেন স্মিথ ৷ ক্যারিবিয়ান বোলারের ব্যাটে এই ওভারেই ম্যাচের ভাগ্য কার্যত ঠিক হয়ে যায় ৷