কলকাতা, 2 জুলাই : দরজায় কড়া নাড়ছে কমনওয়েলেথ গেমস। দিনকয়েক বাদে বার্মিংহ্যামের উদ্দেশে রওনা হবে গতবারের তৃতীয় স্থানাধিকারী ভারতীয় দল ৷ গতবছর ব্যাডমিন্টনে জোড়া পদক এসেছিল ঘরে ৷ এবারও শাটলারদের থেকে একাধিক পদকজয়ের প্রত্যাশী অনুরাগীরা ৷ নজরকাড়া পারফরম্যান্সের লক্ষ্যে তৈরি হচ্ছে দেশের শাটলাররা ৷ কী লক্ষ্য নিয়ে বার্মিংহ্যাম রওনা হচ্ছেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তরা ৷ কলকাতায় এসে শনিবার সে কথাই জানালেন পুল্লেলা গোপীচাঁদ ৷ হরিনাভিতে ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধনে এসে জাতীয় ব্য়াডমিন্টন কোচ জানালেন, থমাস কাপের সাফল্য আশা বাড়িয়েছে (Pullela Gopichand inaugurates badminton academy at Harinavi) ৷ বার্মিংহ্যামে দলগত (মিক্সড) বিভাগে সোনা ধরে রাখাই লক্ষ্য ভারতীয় শাটলারদের ৷
মিক্সড ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন সাইনা নেহওয়াল ৷ 2022 কমনওয়েলথ গেমসে সাইনা নেই ৷ সিঙ্গলসে ভরসার স্থলপাত্র সিন্ধু ৷ কিন্তু সাম্প্রতির সময়ে পারফরম্য়ান্সে ধারাবাহিকতার অভাব হায়দরাবাদির ৷ যদিও কলকাতায় এসে গোপীচাঁদ জানালেন, ভুলত্রুটি শুধরে নিচ্ছেন জোড়া অলিম্পিকস পদকজয়ী। সিন্ধুকে খুব কাছ থেকে দেখায় তাঁর মনে হয়েছে সিন্ধুর ঘুরে দাঁড়ানো কেবল সময়ের অপেক্ষা। কারণ টোকিয়োয় রুপোজয়ী মানসিকভাবে ভীষণ শক্তপোক্ত। পাশাপাশি এবারের কমনওয়েলথ গেমসে খেলবেন তাঁর মেয়ে গায়ত্রী গোপীচাঁদও। এ ব্যাপারে বাড়তি উচ্ছ্বাস প্রকাশ না-করে মেয়েকে পরিশ্রম করার পরামর্শ দিচ্ছেন পুল্লেলা।