পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sri Lanka Crisis: গল টেস্টে মাঠে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 30 - অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা টেস্ট চলাকালীন গলে প্রবেশের চেষ্টা আন্দোলনকারীদের

গলে চলছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট । শনিবার দ্বিতীয় দিনের খেলা চলাকালীনই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা । নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ-সহ অন্তত 30 জন আহত হয়েছেন (Protesters try to enter Galle International Stadium) ।

Protesters try to enter Galle International Stadium during SL-Aus match
Protesters try to enter Galle International Stadium during SL-Aus match

By

Published : Jul 9, 2022, 8:02 PM IST

গল, 9 জুলাই:শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের সমর্থনে টুইট করেছেন সনৎ জয়সূর্য ৷ আন্দোলনকারীদের সঙ্গে পথেও নেমেছেন তিনি ৷ শ্রীলঙ্কার আরেক প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারাও দেশবাসীদের সমর্থনে টুইট করেছেন ৷ দ্বীপরাষ্ট্রের দুই কিংবদন্তি যখন কলম্বোতে আন্দোলনে গলা মেলাচ্ছেন, ঠিক তখনই 108 কিলোমিটার দূরে গল স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলেন আন্দোলনকারীরা (Protesters try to enter Galle International Stadium)।

ঠিক সেই সময় গলে চলছিল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্ট । এদিন দ্বিতীয় দিনের খেলা চলাকালীনই স্টেডিয়ামে প্রায় ঢুকে পড়েন আন্দোলনকারীরা । সকালেই কয়েকজন আন্দোলনকারীকে স্টেডিয়াম প্রাঙ্গণের বাইরে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল । বাকিরা গিয়েছিলেন গল ফোর্টের দিকে । ঠিক তারপরেই হাতে শ্রীলঙ্কার পতাকা নিয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন বেশ কয়েকজন । নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ-সহ অন্তত 30 জন আহত হয়েছেন ।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স বিশ্বকে শ্রীলঙ্কায় অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন । সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ইউনিসেফের অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত । এই মুহূর্তে শ্রীলঙ্কাতে দুই টেস্টের সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি । অজি পেসার টুইট করেছেন, "শ্রীলঙ্কা কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি । আমি সম্প্রতি শ্রীলঙ্কায় কওসালা এবং সাথুজার (দুই স্থানীয় মেয়ে) সঙ্গে কথা বলতে বসেছি। তাদের অভিজ্ঞতা এবং মাটিতে কী ঘটছে সে সম্পর্কে আরও জানুন ।"

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রনিল বিক্রমসিংহে (Ranil Wickremesinghe) ৷ দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি ৷ সূত্রের খবর, গোতাবায়া রাজাপক্ষও সরকারি বাসভবন ছেড়ে সেনার হেড কোয়ার্টারে আশ্রয় নিয়েছেন ৷ সরকারি বাসভবনে প্রবেশ করেছেন ‘আরাগলায়’ আন্দোলনে সামিল শ্রীলঙ্কাবাসীরা ৷

আরও পড়ুন : 'নিরুদ্দেশ' প্রেসিডেন্ট গোতাবায়া, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে

তাঁরা প্রেসিডেন্টের এলাহি রান্নাঘরে, সুইমিং পুলে দাঁড়িয়ে ছবিও তুলেছেন ৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হাউসের ভিতরে রাজকীয় ব্যবস্থার সেই সব ছবি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন আন্দোলনকারীরা ৷ যেখানে দিনের পর দিন শ্রীলঙ্কার মানুষ অত্যধিক মূল্যবৃদ্ধি, অনাহার এবং ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে ৷ এ দিন শ্রীলঙ্কার এক সাংসদকে আন্দোলনকারীরা মারধরও করেন ৷ পরে তাঁকে উদ্ধার করে পুলিশ-প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details