পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 6:36 PM IST

ETV Bharat / sports

Kumble Travels by Bus: বেঙ্গালুরুতে পরিবহণ ধর্মঘট, বিমানবন্দর থেকে কীভাবে বাড়ি ফিরলেন কুম্বলে !

Anil Kumble Travels by Bus: বেঙ্গালুরুতে আজ ছিল পরিবহণ ধর্মঘট ৷ রাস্তায় বেসরকারি ক্যাব-ট্যাক্সি কিছু না থাকায় বিমানবন্দর থেকে সরকারি বাসে চেপে বাড়ি ফিরলেন অনিল কুম্বলে ৷

Anil Kumble Travels by Bus
বাসে অনিল কুম্বলে

বেঙ্গালুরু, 11 সেপ্টেম্বর:বাসে চড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে ৷ না, শখ করে নয় ৷ ফাঁপড়ে পড়ে ৷ পরিবহণ ধর্মঘটের জেরে আজ রাস্তাঘাট শুনশান ছিল বেঙ্গালুরুতে ৷ বন্ধ ছিল ক্যাব, ট্যাক্সি ও বাস-সহ সব বেসরকারি যানবাহন ৷ ফলে নিরুপায় হয়ে বিমানবন্দর থেকে বেঙ্গালুরু মিউনিসিপ্যালিটির বাসে চড়ে বাড়ি ফিরতে হয় প্রাক্তন ক্রিকেটারকে ৷

কর্ণাটক স্টেট প্রাইভেট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ফেডারেশন বিভিন্ন দাবিতে আজ বেঙ্গালুরুতে বেসরকারি পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছিল । তার ফলে রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হওয়ায় বিএমটিসি-র বাসে চড়ে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে নিজের বাড়িতে ফেরেন অনিল কুম্বলে ৷ বাসে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন তিনি ৷ তিনি জানান, বাসে চড়ে তিনি আজ বাড়ি ফিরেছেন ৷

ধর্মঘটের কারণে আজ অটো, ট্যাক্সি, ম্যাক্সি ক্যাব, পণ্যবাহী যান এবং কর্পোরেট বাস-সহ লক্ষাধিক বেসরকারি যানবাহন রাস্তায় নামেনি বলে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা ৷ ফেডারেশনের মোট 32টি বেসরকারি পরিবহণ সংস্থা রয়েছে ৷ বেশিরভাগ ব্যক্তিগত পরিবহণ পরিষেবা সোমবার মধ্যরাত পর্যন্ত পাওয়ার কোনও সম্ভাবনা নেই ।

আরও পড়ুন:'বৃষ্টি বাঁচিয়ে দিল আমাদের', সুপার ফোরের ম্যাচে শাহিনদের বোলিংকে কটাক্ষ শোয়েবের

যেহেতু বেসরকারি ম্যাক্সি ক্যাবগুলি বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের পরিবহণের অন্যতম প্রধান মাধ্যম, তাই শহরের কিছু স্কুল শিক্ষার্থীদের অসুবিধা এড়াতে আজ ছুটি ঘোষণা করেছিল বলে জানিয়েছে সরকারি সূত্র ৷ যাঁরা বিমানবন্দরে যাতায়াত করেন তাঁদের বিকল্প উপায়ও খুঁজে বের করতে হয় । বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষও বনধের কারণে যাত্রীদের সময়মতো বিমানবন্দরে পৌঁছনোয় সমস্যা হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল ৷

ফেডারেশন বাইক ট্যাক্সির উপর নিষেধাজ্ঞার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ৷ সরকারকে শক্তি প্রকল্প - যা রাষ্ট্র-চালিত বাসে মহিলাদের বিনামূল্যে বাসে চড়ার প্রস্তাব দেয় - সেই প্রকল্পকে বেসরকারি বাসগুলিতেও চালু করার দাবি জানানো হয়েছে ৷ বেসরকারি পরিবহণ কর্মীরা দাবি করেছেন যে, তাঁরা শক্তি প্রকল্পের দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছেন এবং রাজ্য সরকার বারবার আলোচনা সত্ত্বেও তাঁদের দাবি পূরণ করেনি ।

ABOUT THE AUTHOR

...view details