বেঙ্গালুরু, 11 সেপ্টেম্বর:বাসে চড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে ৷ না, শখ করে নয় ৷ ফাঁপড়ে পড়ে ৷ পরিবহণ ধর্মঘটের জেরে আজ রাস্তাঘাট শুনশান ছিল বেঙ্গালুরুতে ৷ বন্ধ ছিল ক্যাব, ট্যাক্সি ও বাস-সহ সব বেসরকারি যানবাহন ৷ ফলে নিরুপায় হয়ে বিমানবন্দর থেকে বেঙ্গালুরু মিউনিসিপ্যালিটির বাসে চড়ে বাড়ি ফিরতে হয় প্রাক্তন ক্রিকেটারকে ৷
কর্ণাটক স্টেট প্রাইভেট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ফেডারেশন বিভিন্ন দাবিতে আজ বেঙ্গালুরুতে বেসরকারি পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছিল । তার ফলে রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হওয়ায় বিএমটিসি-র বাসে চড়ে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে নিজের বাড়িতে ফেরেন অনিল কুম্বলে ৷ বাসে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন তিনি ৷ তিনি জানান, বাসে চড়ে তিনি আজ বাড়ি ফিরেছেন ৷
ধর্মঘটের কারণে আজ অটো, ট্যাক্সি, ম্যাক্সি ক্যাব, পণ্যবাহী যান এবং কর্পোরেট বাস-সহ লক্ষাধিক বেসরকারি যানবাহন রাস্তায় নামেনি বলে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা ৷ ফেডারেশনের মোট 32টি বেসরকারি পরিবহণ সংস্থা রয়েছে ৷ বেশিরভাগ ব্যক্তিগত পরিবহণ পরিষেবা সোমবার মধ্যরাত পর্যন্ত পাওয়ার কোনও সম্ভাবনা নেই ।